×

খেলা

অঘটনের জন্ম দিলেন মাডিসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০১৯, ০১:৪৭ পিএম

অঘটনের জন্ম দিলেন মাডিসন
গতকালের সিনসিনাটি ওপেনের শেষ ষোলর ম্যাচে বেশ কয়েকটি অঘটন দেখেছে টেনিস প্রেমীরা। এখন বেশ জমে উঠেছে আমেরিকার ইতিহাসে সবচেয়ে পুরনো এই টেনিস প্রতিযোগিতাটি। এবারের আসরের শুরুর দিক দিয়ে তেমন কোনো বড় অঘটন না ঘটলেও শেষের দিকে এসে নতুন নতুন চমক দেখা যাচ্ছে। তরুণ বেশ কয়েকজন টেনিসার দ্যুতি ছড়াচ্ছেন এবার। তরুণরাই অভিজ্ঞদের হারিয়ে জিতে নিচ্ছেন ম্যাচ। মেয়েদের এককের সবচেয়ে বড় অঘটনাটি ঘটে গতকাল। এ দিন উইম্বলডন ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রোমানিয়ার সিমোনা হালেপ আমেরিকান টেনিসার মাডিসন কিসের বিপক্ষে ১-৬, ৬-৩, ৫-৭ সেটে হেরে গেছেন। সিনসিনাটি ওপেনে হট ফেবারিট হিসেবেই খেলতে এসেছিলেন হালেপ। কিন্তু মাডিসনের বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই বিদায় নিতে হলো তাকে। এর আগে আগস্টের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়া কানাডিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু ইনজুরির কারণে পুরো ম্যাচ খেলতে পারেননি। ফলে কোয়ার্টার থেকেই বিদায় নিতে হয় তাকে। অন্য আরেক ম্যাচে রাশিয়ার কুজনেতসোভার বিপক্ষে হেরে গেছেন হালের অন্যতম সেরা আমেরিকান টেনিসার স্লোয়ানে স্টেফেন্স। কুজনেতসোভার বিপক্ষে সরাসরি ৬-১, ৬-২ সেটে হেরে যান তিনি। শেষ ষোলর অন্য আরেকটি ম্যাচে জয় পেয়েছেন ভেনাস উইলিয়ামস। ক্রোয়েশিয়ার দোন্না ভেকিককে ২-৬, ৬-৩, ৬-৩ সেটে হারান তিনি। অন্যদিকে ছেলেদের এককে অঘটনের জন্ম দিয়েছেন রাশিয়ান টেনিসার আন্দ্রে রুবলেভ। ছেলেদের টেনিস র‌্যাঙ্কিংয়ে ৩ নম্বরে থাকা রজার ফেদেরারকে সরাসরি ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন তিনি। সিনসিনাটি ওপেনে ছেলেদের এককে সবচেয়ে বড় অঘটন এখন এটিই। যে রুবলেভকে কোয়ালিফাইয়ার রাউন্ড খেলে মূল পর্বে আসতে হয়েছিল তার কাছে এমন পরাজয়বরণ করতে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি ফেদেরার। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুরো গ্যালারিই যেন একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। এ ছাড়া ছেলেদের এককের শেষ ষোলতে জয় পেয়েছেন বিশ্বের নাম্বার ওয়ান টেনিসার নোভাক জকোভিচ। স্পেনের পাবলো বুস্তাকে ৬-৩, ৬-৪ সেটে হারান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App