×

আন্তর্জাতিক

২২ আগস্ট রোহিঙ্গা ফেরত প্রক্রিয়া শুরু চায় মিয়ানমার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৯, ১২:৪১ এএম

২২ আগস্ট রোহিঙ্গা ফেরত প্রক্রিয়া শুরু চায় মিয়ানমার
আগামী ২২ আগস্ট থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু করতে চায় মিয়ানমার। বার্তা সংস্থা রয়টার্সের কাছে এ আগ্রহের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এর আগে গতকাল বৃহস্পতিবার উভয় দেশের কর্মকর্তারা জানান, বাংলাদেশের হস্তান্তর করা ২২ হাজার রোহিঙ্গার তালিকা থেকে ৩ হাজার ৫৪০ জনকে ফেরত নেয়া সম্ভব বলে জানিয়েছে মিয়ানমার। এ বিষয়ে বাংলাদেশের শীর্ষ এক কর্মকর্তা জানান, ছোট পরিসরে নতুন করে রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হয়েছে। তবে কাউকে জোর করে ফেরত পাঠানো হবে না। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে নতুন উদ্যোগের অংশ হিসেবে গত মাসে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করে মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। ১৫ সদস্যের দলটি দুই দিন ধরে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা ও বৈঠক করে। এসব বৈঠকে রোহিঙ্গাদের তরফে ফিরে যাওয়ার ক্ষেত্রে মিয়ানমারের নাগরিকত্ব লাভের নিশ্চয়তা ও চলাফেরায় স্বাধীনতার দাবি পুনর্ব্যক্ত করা হয়। রয়টার্স জানায়, প্রায় এক বছর আগে নেয়া প্রত্যাবাসন উদ্যোগ ব্যর্থ হওয়ার পর নতুন করে রোহিঙ্গা প্রত্যাবাসনের এ উদ্যোগ নেয়া হয়েছে। মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিন্ট থোয়ে বলেছেন, ২২ আগস্ট ৩ হাজার ৫৪০ জন রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত হয়েছি আমরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App