×

সাময়িকী

শুয়ে আছো তুমি বড় নিরুদ্বেগে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৯, ০৭:৪৩ পিএম

সমুদ্রের বিছানায় শুয়ে আছো তুমি আজ বড় নিরুদ্বেগে তোমার মেয়েটি প্রচণ্ড সংগ্রামে রত সোনালি ফসল তুলে দিতে ঘরে ঘরে যে মেয়েটি ছাড়তে চাইতো না তোমার কোল একবার দেখা পেলে কালে ভদ্রে যখন খালাশ পেতে জেল থেকে কখনো কদাপি তাকেই তো নিতে হলো এতবড় দুঃখের কামড় সমগ্র দেশবাসীর সাথে। যেদিন নিহত হলে পিতা তুমি বুকে তুলে নিয়ে লাল ক্ষত সেদিন অমাবস্যার রাত হয়েছিল বড় বিষণ্ন করুণ কত না অক্ষেপে ছিলে তুমি বাঙালিকে কীভাবে নিরস্ত্র আচমকা রেখে গেলে এইসব বিরল প্রান্তরে হিংস্র শার্দুল শ্বাপদের জনপদে রক্ত ক্ষয় গ্লানি মরণ- ধূসর পটভূমে বিশ্বাসঘাতকতার চরম দৃষ্টান্তে জেনালেরেল বুটের নিচে। এখন চন্দ্রিমা কাল মাথার ওপরে চাঁদোয়া বিছিয়েছে ঐ সমৃদ্ধির সবুজ সকাল ক্রমাগত বিক্ষোভ আক্ষেপ আর হতাশার শেষে দূরে দেয় হাতছানি উৎসবের অপূর্ব সময় তোমার মেয়েটি প্রচণ্ড সংগ্রামে রত কত না অনাদি কাল মাঠে ঘাটে বাটে আজ সোনালি ফসল। সমুদ্রের বিছানায় শুয়ে আছো পিতা তুমি নিরুদ্বেগ নিরালায় বাংলা কাছে ডাকে পৃথিবীকে আজ আয়, কাছে আয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App