×

জাতীয়

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্র উদ্ঘাটনে কমিশন কবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৯, ১০:৫১ এএম

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্র উদ্ঘাটনে কমিশন কবে
‘কী চাস তোরা? বেয়াদবি করছিস কেন?’ গর্জে ওঠে বজ্রকণ্ঠটি। পাহাড়সম ব্যক্তিত্বের সামনে পড়ে ঘাবড়ে যায় ঘাতক ল্যান্সার মহিউদ্দীন। কাঁপতে কাঁপতে হাত থেকে পিস্তল পড়ে যায়। ‘স্টপ! দিস বাস্ট্রার্ড হ্যাজ নো রাইট টু লিভ’ গর্জে ওঠে ঘাতক নূর চৌধুরীর স্বয়ংক্রিয় স্টেনগান। মাত্র সাত ফুট দূর থেকে ১৮টি গুলি এসে ঝাঁঝরা করে দেয় ধ্রুবতারাটির দেহ। কৃষ্ণগহ্বরের রাতে বৃষ্টির মতো গুলিতে ঝাঁঝরা ছয় ফুট দুই ইঞ্চির বিশাল দেহ মুখ-থুবড়ে পড়ল সিঁড়িতে। বুকের ডান দিকে গুলির বিরাট ছিদ্র। যে উঁচু করা তর্জনী ছিল পাকিস্তানের ভয়ের কারণ আর সন্তানসম বাঙালির আস্থার প্রতীক, ঘাতকের ব্রাশফায়ারে উড়ে যায় সেই তর্জনীটি। অবশ্য ডান হাতে আঁকড়ে ধরা ছিল ধূমপানের প্রিয় পাইপ। আগস্ট আর বর্ষণস্নাত শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল সপরিবারে বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে। সেদিন শ্রাবণের বৃষ্টি নয়, আকাশের চোখে ছিল জল। গাছের পাতারা শোকে সেদিন ঝরেছে অবিরল। অভিশপ্ত দিনে হতবিহ্বল জাতির চারদিকে ছিল ঘাতকের উদ্ধত সঙ্গিন। মুছে দিতে চেয়েছিল রক্তচিহ্নসহ জনকের লাশ। রক্ত, মগজ ও হাড়ের গুঁড়ো ছড়িয়ে থাকা দেয়াল, জানালার কাচ, মেঝে, ছাদের ৩২ নম্বর ধানমন্ডিকে মুছে ফেলতে চেয়েছিল ইতিহাস থেকে। হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার না করে তাদের রক্ষার দায়িত্ব নিয়েছিল রাষ্ট্র। পঁচাত্তরের ২৬ সেপ্টেম্বর খুনি মোশতাক জারি করেন ক্যুখাত ইনডেমনিটি অর্ডিন্যান্স। আর ১৯৭৯ সালে ইনডেমনিটিকে আইন হিসেবে অনুমোদন করেন জেনারেল জিয়াউর রহমান। খুনিদের বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। এভাবেই রুদ্ধ হয়ে যায় স্বধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের নেপথ্য ষড়যন্ত্র উদ্ঘাটনের সকল অর্গল। মুখোশ উন্মোচিত হয়নি কলঙ্কিত পনেরো আগস্টের দেশি-বিদেশি ষড়যন্ত্রের। ১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে বাতিল করেন ইনডেমনিটি আইন। ২০১০ সালের ২৭ জানুয়ারি কার্যকর হয় বঙ্গবন্ধুর পাঁচ খুনি ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও এ কে এম মহিউদ্দিনের ফাঁসি। বিশ্লেষকদের মতে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দুটো ডাইমেনশন। একটা অভ্যন্তরীণ রাজনীতি এবং আরেকটি আন্তর্জাতিক। এর কোনোটাই কিন্তু এই বিচারে উঠে আসেনি। দেশের প্রচলিত আইনে আর দশটা হত্যাকাণ্ড যেভাবে হয়ে থাকে সেভাবেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে। ফলে সুদীর্ঘ ৪৪ বছরেও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের বিশদ জানতে পারেনি জাতি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্র উন্মোচনের জন্য তদন্ত কমিশন গঠনের দাবি আজ সবার। তবে কবে গঠিত হবে এই তদন্ত কমিশন তা জানেন না কেউই! গত বছর জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বঙ্গবন্ধুকে খুনে যারা সরাসরি জড়িত ছিলেন, তাদের বিচার হলেও স্বাধীনতার চার বছরের মাথায় অন্তরালে থেকে যারা জাতির জনককে হত্যার ছক করেছিলেন, তাদের চিহ্নিত করতে কমিশন গঠনের কথা জানিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে একাধিক অনুষ্ঠানে কমিশন গঠনের কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হকও। কবে নাগাদ এই কমিশন গঠন হতে পারে, এমন প্রশ্নে আনিসুল হক ভোরের কাগজকে বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের জন্য তদন্ত কমিশন হবে। তবে এখনো আমরা টাইমফ্রেম করিনি। শিগগিরই হয়ত এ ব্যাপারে আলোচনা হবে। কেন প্রয়োজন তদন্ত কমিশন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও জাতীয় চার নেতা হত্যার ঘটনায় প্রথম অনুসন্ধান কমিশন গঠিত হয় যুক্তরাজ্যে, ১৯৮০ সালে। শান্তিতে নোবেল পুরস্কারজয়ী শন ম্যাকব্রাইডসহ চার ব্রিটিশ আইনবিদ মিলে এ কমিশন গঠন করেছিলেন। তবে অনুসন্ধানের কাজে এ কমিশনকে বাংলাদেশের ভিসা দেয়নি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘৃণ্য ঘটনাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে এর ঐতিহাসিক গুরুত্ব যথেষ্ট। এ কমিশনকে দেশে আসতে না দেয়ার মধ্য দিয়ে এটি স্পষ্ট হয়েছিল, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িতদের প্রতি সামরিক সরকারের সরাসরি সমর্থন ছিল। সরকার এর তদন্তকাজ বাধাগ্রস্ত করেছিল। এ ব্যাপারে বরেণ্য শিক্ষাবিদ আনিসুজ্জামান বলেন, তদন্ত কমিশন হলে সম্পূর্ণ তথ্য উদ্ঘাটিত হবে। কারণ আজও সব তথ্য আমরা জানি না। খুনিরা কিভাবে ষড়যন্ত্র করেছিল, কারা কারা জড়িত ছিল, কার মৌন সমর্থন ছিল সব জাতির জানা প্রয়োজন। সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে, নথিপত্রও প্রকাশ হয়েছে। কিন্তু একটা সামগ্রিক পটভূমি, যে পটভূমিতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে সে বিষয়ে বড় ধরনের তদন্ত কমিশন করে প্রতিবেদন প্রকাশ করা প্রয়োজন। এই কমিশন দেখবে হত্যাকাণ্ডের সঙ্গে দেশি-বিদেশি শক্তির কারা জড়িত। কেন, কি কারণে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, খুনি, খুনের পরিকল্পনা, জড়িতদের সামগ্রিক চিত্র উন্মোচনের জন্যই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্ত কমিশন হওয়া প্রয়োজন। তখন আর ওমুক তমুক জড়িত এ ব্যাপারটি থাকবে না। কলঙ্কিত হত্যাকাণ্ডের সঠিক ইতিহাস থাকবে। ইতিহাসবিদ ও গবেষক অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, কেনেডি হত্যাকাণ্ডের পর ওয়ারেন কমিশন হয়েছিল। ৫০ বছর হলেও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে কমিশন হওয়া উচিত। কারণ এখনো দেশে-বিদেশে কুশীলবদের অনেকেই বেঁচে আছেন। মোশতাক-জিয়া পরিকল্পনাকারী আর জল্লাদের ভূমিকায় ফারুক-রশীদ-ডালিম-নূর : যুক্তরাজ্যে গঠিত কমিশনের ‘শেখ মুজিব মার্ডার ইনকোয়ারি : প্রিলিমিনারি’ প্রতিবেদনে ১৩ সামরিক কর্মকর্তাকে শনাক্ত করা হয়। প্রতিবেদনে লে. কর্নেল (অব.) সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল খন্দকার আবদুর রশিদ এবং মেজর শরিফুল হক ডালিমকে সামরিক অভ্যুত্থানের নেতৃত্বদানকারী হিসেবে উল্লেখ করা হয়। বঙ্গবন্ধু হত্যায় জড়িত আরো অন্যান্য সেনা কর্মকর্তা হলেন লে. কর্নেল আজিজ পাশা, মেজর মুহিউদ্দিন আহমেদ, মেজর শাহরিয়ার রশীদ খান, মেজর বজলুল হুদা, মেজর এ এম রাশেদ চৌধুরী, মেজর এস এইচ এম বি নূর চৌধুরী, মেজর শরিফুল হোসেন, ক্যাপ্টেন কিশমত হোসেন, লেফটেন্যান্ট এম খায়রুজ্জামান এবং লেফটেন্যান্ট আবদুল মাজেদ। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ফারুক ও রশিদ পঁচাত্তরের ৩ নভেম্বর ব্যাংকক চলে যান। ব্যাংককে এক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব, তার পরিবার এবং জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার কথা স্বীকার করেন কর্নেল ফারুক। ১৯৭৬ সালের ৩০ মে লন্ডনের সানডে টাইমসে এবং ওই বছরের ২ আগস্ট লন্ডনে টেলিভিশন সাক্ষাৎকারে এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন ফারুক। আর নৃশংসতম হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের জড়িত থাকার বিষয়ে হাটে হাঁড়ি ভেঙে দেয় কর্নেল রশিদ। সাক্ষাৎকারে খুনি রশিদ বলেছিল, শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে মেজর জেনারেল জিয়াউর রহমানের আমাদের বলেন, ‘আমাকে এ ব্যপারটিতে সরাসরি না জড়িয়ে তোমরা জুনিয়ররা যা পার তা করে ফেল।’ জিয়াউর রহমান পনেরো আগস্ট বিকালেই বঙ্গভবনে মেজর রশীদের কাছে সেনাপ্রধান হওয়ার জন্য ঘুর ঘুর করছিল। ১৬ বা ১৭ আগস্ট সাবেক মন্ত্রী সাইফুর রহমানের গুলশানের বাসায় সাইফুর রহমান, রশীদ ও জিয়ার উপস্থিতিতে জিয়াকে সেনাপ্রধান করার ঠিক হয় এবং এও ঠিক হয়, পরবর্তীতে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হবে। এ ছাড়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খবরে শাফাত জামিলকে জিয়া বলেছিলেন, প্রেসিডেন্ট যদি না বেঁচে থাকেন, ভাইস-প্রেসিডেন্ট তো রয়েছেন। তোমরা হেড কোয়ার্টারে যাও এবং পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করো। এ ব্যাপারে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, খুনিরা সেনাবাহিনীর মধ্যে যেভাবে ষড়যন্ত্র করেছিল, জিয়াউর রহমানকেও তারা জানিয়েছিল, এটি তো আমরা সবাই জানি। জিয়া ষড়যন্ত্রের বিরুদ্ধে কোনো ভূমিকা না নিয়ে ষড়যন্ত্রকারীদের সমর্থন দিয়েছেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে ক্ষমতায় আসা মোশতাক-জিয়া প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কলঙ্কিত এই হত্যার সঙ্গে জড়িত। প্রবীণ রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য বলেন, বাংলাদেশে বুলগেরিয়ান রাষ্ট্রদূত বায়েজিদ ১২ জুলাই আমাকে ডেকে নিয়ে জানালেন, সেনাবাহিনীর মধ্যস্তরের অফিসারদের একাংশ একটা রক্তাক্ত অভ্যুত্থান ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। পরদিন আমি বিষয়টি মুজিব ভাইকে জানাই। তিনি খবরটা শুনে বললেন, আমার বুকে অস্ত্র তাক করতে মেজর ডালিম, রশিদ ও ফারুকদের হাত কাঁপবে না। বঙ্গবন্ধু সেদিন নিজেই খুনিদের নাম বলেছিলেন নিজের অগোচরে। ভারতীয় সাংবাদিক ও মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু মানস ঘোষ বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে মেজর জেনারেল জিয়াউর রহমান জড়িত। খন্দকার মোশতাক সুযোগসন্ধানী এবং অত্যন্ত চতুর। তার আচরণই ছিল ব্যাঙ্গাত্মক। চিবিয়ে চিবিয়ে কথা বলতেন। হাসানুল হক ইনু বলেন, কলঙ্কিত এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা খন্দকার মোশতাকের। আর জল্লাদের ভূমিকায় ছিল ফারুক-রশীদ-ডালিম-নূর চৌধুরী গংরা। কারণ হত্যাকাণ্ডের সুফলভোগী তারাই ছিল। হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাই জড়িত ছিলেন। আপসহীন জাতীয় চার নেতা মোশতাককে নাকচ করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুর অনেক ঘনিষ্ঠ সহচরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা মোশতাকের সভায় শপথ নেন কিভাবে? আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদসহ কারাগারে থাকা কতিপয় নেতাকর্মী ছাড়া কারাগারের বাইরে থাকা নেতাকর্মীরা কেউ কোনো প্রতিবাদ করেননি। প্রতিরোধ গড়ে তোলেনি। এরাও জিয়ার মতোই সুফলভোগী। মুজিব উৎখাতের কথা জানত মার্কিন যুক্তরাষ্ট্র-চীন-পাকিস্তান-সৌদি-লিবিয়া! : বঙ্গবন্ধু হত্যা একক দেশীয় ষড়যন্ত্র ছিল না। সেনাবাহিনীর কর্মরত এবং অবসরপ্রাপ্ত কিছু সেনা অফিসার মিলে সপরিবারে বঙ্গবন্ধু হত্যা করে বিষয়টি মোটেই এত সরল নয়। প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদ ছিল বিদেশিদের। যদিও এনএসআই, সামরিক গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা থেকে আগেই বঙ্গবন্ধুকে সতর্ক করা হচ্ছিল। কিন্তু তিনি গ্রাহ্য করেননি। ১৯৭৯ সালের পনেরো আগস্ট লন্ডনের গার্ডিয়ানে প্রকাশিত বিশ্ব্যখাত সাংবাদিক লরেন্স লিফসুলজ ‘মুজিব হত্যার আড়ালে লুকায়িত নেপথ্য’ কাহিনি তুলে ধরেন, মোশতাক গংরা ১ বছরের বেশি সময় ধরে বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা করে। মার্কিন যুক্তরাষ্ট্র আগেই জানত। অন্তত ৬ মাস আগে থেকে ষড়যন্ত্রকারীদের সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা-বৈঠক চলছিল। ১৯৭৪ সালের নভেম্বর থেকে জানুয়ারি ৭৫ পর্যন্ত বহু বৈঠক তাদের মধ্যে হয়। মার্কিন দূতাবাসের সিআইএ প্রধান ফিলিপ চেরি জানতেন। যদিও তিনি পরে তা অস্বীকার করেছেন। আর পাকিস্তান ও বাংলাদেশকে ফের এক করার ঘৃণ্য ষড়যন্ত্রে মাতেন জুলফিকার আলির ভুট্টোর বিশেষ দূত মাহমুদ আলি। এই উদ্দেশ্যে পঁচাত্তরের ৬ সেপ্টেম্বর তিনি লন্ডনে যান এবং ৩ সপ্তাহ ঢাকার সিগন্যাল পাওয়ার জন্য অপেক্ষা করেন। অবশেষে সিগন্যাল না পাওয়ায় পাকিস্তানে ফিরে যান তিনি। পাকিস্তান, আমেরিকা, চীন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশ যে জড়িত ছিল; বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত হত্যাকারীদের আশ্রয় দিয়ে এবং তাদের ভরণপোষণের ব্যবস্থা করে হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার প্রমাণই দিয়েছে। পাকিস্তান নিজে বাংলাদেশের নয়া সরকারকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি তারা ইসলামি ও তৃতীয় বিশ্বের দেশগুলোকেও অনুরূপ স্বীকৃতি দেয়ার আহ্বান জানায় এবং মোশতাক সরকারে প্রতি বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ৫০ হাজার টন চাল এবং দেড়কোটি গজ কাপড় উপহার দিয়েছিল। আমেরিকাও নতুন অবৈধ সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য উন্মুখ হয়ে ওঠে। ১৬ আগস্ট ৭৫ টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অভ্যুত্থানের খবর সর্বপ্রথম আমেরিকাই পেয়েছিল। সেই সুবাধে ১৫ আগস্ট সকাল থেকেই মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অভ্যুত্থানের খবর ফলোআপ করছিল। এমনই এক বার্তায় বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত বোস্টার বাংলাদেশ বেতারের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেন, শেখ মুজিব নিহত হয়েছেন। খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে সেনাবাহিনী সরকার গঠন করেছে। মুজিবের স্বৈরশাসনের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে। অন্যদিকে ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র এক প্রেসব্রিফিংয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের নয়া সরকারের সঙ্গে স্বাভাবিক কাজ কম চালিয়ে যেতে প্রস্তুত। এ ব্যাপারে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং লিবিয়াকে আমরা চিহ্নিত করেছি। মেজর ডালিম রেডিও স্টেশন দখল করে বাংলাদেশকে একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দেন। পরদিন পাকিস্তানি প্রেসিডেন্ট জুলফিকার আলি ভুট্টোও ‘ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশের’ প্রেসিডেন্টকে স্বাগত জানান এবং এই ধারণা সৌদি আরবকেও দেয়ার চেষ্টা করেন। এ থেকে বোঝা যায়, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের কথা ভুট্টো আগেই অবহিত ছিলেন। লিবিয়া বঙ্গবন্ধুর খুনিদের মর্যাদার সঙ্গে আশ্রয় দিয়েছে। বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে। এতে মনে হয়, আগে থেকে লিবিয়া না জানলেও পরে সবকিছু জানত এবং হত্যাকাণ্ডে তাদের পূর্ণ সমর্থন ছিল। আমাদের বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) তোয়াব ইসলামি ভাবধারা প্রচার করেছিলেন! তখন লিবিয়া সমর্থন করে। একসঙ্গে সভাসমিতিতে যোগ দেয় লিবিয়ার রাষ্ট্রদূত। অন্যদিকে চীন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি। বরং পাকিস্তানের পক্ষেই ছিল। বঙ্গবন্ধুর বাংলাদেশকেও সমর্থন জানায়নি। স্বীকৃতি দেয়নি। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে চীন। এরমানে তারা বঙ্গবন্ধুহীন বাংলাদেশ চেয়েছিল! অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, আন্তর্জাতিকভাবে সৌদি-পাকিস্তানি চক্র, আমেরিকা-চীন চক্র বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কথা জানত। বঙ্গবন্ধুকে হত্যার পরই হত্যাকারীরা যেভাবে সহজে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানে আশ্রয় পেল, তা প্রমাণ করে যুক্তরাষ্ট্র ছিল এই হত্যাকাণ্ডের পেছনে। যুক্তরাষ্ট্রের সামগ্রিক বিশ্ব পরিকল্পনা নস্যাৎ করে শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো এটি নিক্সন-কিসিঞ্জার মানতে পারেননি। বাংলাদেশের স্বাধীনতা ছিল পাকিস্তানের জন্য চপেটাঘাত। মার্কিন ডিকটেক্ট ও চীনাদের মার্কিন ও পাকিস্তান প্রীতিকে নস্যাৎ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি দেশ স্বাধীন করেছিল এটি তাদের পক্ষে মেনে নেয়া সম্ভব হয়নি। অতিবামরাও বঙ্গবন্ধুকে সরানোর জন্য ভুট্টোর সাহায্য চেয়েছিল এবং দেশেও ‘বিপ্লব’-এর নামে অরাজকতার সৃষ্টি করেছিল। এ সমস্ত মিলে তৈরি হয়েছিল বঙ্গবন্ধু হত্যার পটভূমি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App