×

সাময়িকী

টুঙ্গিপাড়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৯, ০৭:৪৩ পিএম

এখানে জন্মের স্রোত, মৃত্যুর অগ্নিগিরি সব পথ থেমে গিয়েছিল জানো? সকল বোধ কম্প ধরিত্রী, রুদ্ধ নিঃশ্বাস, মুক্ত আকাশ বহমান গতি, দিকনির্দেশনা মুক্তির ডাক- সব বর্ণমালা, জাতীয় পতাকা, ডানার উত্থান হারানোর শোক, চাষির লাঙ্গল, গুটিধরা হাতের শক্ত পেশি, -জানো এইখানে থেমে গিয়েছিল, কৃত সংকল্প, জলের উৎসব হাতে বোনা নবীন কিষানের পাও-স্বর এইখানে কিছুক্ষণ, জানো কিছুক্ষণ থেমে গিয়েছিল অপূর্ণ বাসনা, হাজার বছরের অগ্নিধ্বনি বাঙালির পথ চাওয়া, স্বপ্নের স্বরলিপি বলো, পুনরুত্থান; থেমে যাওয়া নয় এতো ভোরেরই সংস্কার, লেখা পদাবলি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App