×

সাময়িকী

আবুল হাসান নামে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৯, ০৭:৪৩ পিএম

আবুল হাসান নামে একজন কবি ছিলেন, এক সুবাসিত পাথরের নাম ছিল আবুল হাসান তুমি কি হীরা! তুমি পান্না, কী কাঞ্চন এই পাথরের ঔজ্জ্বল্যের কাছে ম্রিয়মাণ,অকিঞ্চিতকর!! বিশাল এ পাথরের পাদদেশে নতুন কলম ও কালি হাতে অনেকেই বসে আছে দীর্ঘ সময় ধরে আবুল হাসানের মহাপ্লাবনে জারিত স্বপ্নে ভেসে যাচ্ছে ঐরাবতের বিশাল দেহ, ভেসে যাচ্ছে আনন্দিত বেগুনি কচুরী ফুল, আহা! ধরোইনা পালকের মতো শুভ্র কিছু বিষণ্ন বেদনা এবং মগজে রাখো বরফের শীতল স্ফটিক! ধীরে ধীরে চুয়ে পড়ুক তারুণ্য চুয়ে পড়ুক লাবণ্য চুয়ে পড়ুক আবুল হাসান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App