×

বিনোদন

বঙ্গবন্ধুকে স্মরণ করে বিশেষ অনুষ্ঠান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০১৯, ০৪:২৬ পিএম

বঙ্গবন্ধুকে স্মরণ করে বিশেষ অনুষ্ঠান
আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে একুশে টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। এ উপলক্ষে রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে তিন পর্বের বিশেষ অনুষ্ঠান ‘তিনিই বাংলাদেশ’ এর শেষ পর্ব। মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদারের উপস্থাপনায় এবং হাসান শহিদ ফেরদৌসের প্রযোজনায় বিশেষ এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচার হবে আবুল ফজলের গল্প ‘মৃতের আত্মহত্যা’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মাসুম রেজা এবং পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিন জাহান, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, মাস্টার ত‚র্য ও একটি বিশেষ চরিত্রে ইরেশ যাকের। অন্যদিকে জাতীয় শোক দিবসে বৈশাখী টেলিভিশনে রয়েছে এক ব্যতিক্রমী আয়োজন। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে বঙ্গবন্ধুর ওপর তথ্যবহুল আলোচনা। শিমুল মুস্তাফার উপস্থাপনায় আলোচনায় অংশ নিয়েছেন কবি নির্মলেন্দু গুণ ও কবি কাইয়ুম নিজামী। সপরিবারে বঙ্গবন্ধু হত্যা এবং তার ওপর রচিত সব সাহিত্য নিয়েই মূলত এ অনুষ্ঠান। ৪০ মিনিটব্যাপী এ অনুষ্ঠানের পরতে পরতে রয়েছে দুঃখ-কষ্ট জাগানিয়া এক অন্যরকম অভিব্যক্তি। বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে প্রামাণ্য অনুষ্ঠান ‘রক্তে ভেজা ১৫ আগস্ট’। এটি মূলত স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। এটি সাজানো হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে শহীদ হওয়ার পরবর্তী প্রেক্ষাপটকে ঘিরে। বঙ্গবন্ধুকে হত্যার পর ঘাতকরা তার মরদেহ গোপালগঞ্জ টুঙ্গিপাড়া নিয়ে যায়। খুব দ্রুত কীভাবে তাকে দাফন করা হয় এবং সে দাফনে কারা অংশ নিয়েছেন মূলত সেসব কথাই বিবৃত হয়েছে এ অনুষ্ঠানে। বঙ্গবন্ধুর দাফনে অংশ নেয়া অনেকেই এখনো বেঁচে আছেন। তাদের জবানীতেই ওঠে এসেছে সেই ভয়াল দিনের কথা। বঙ্গবন্ধুকে নিয়ে আরো স্মৃতিচারণ করেছেন জাতীয় সংসদ সদস্য অভিনেতা ফারুক, অধ্যাপক মুনতাসীর মামুন। চ্যানেল আইয়ে রাত ৭টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘৭৫ এর ডায়েরি’। রচনা করেছেন সহিদ রহমান এবং পরিচালনায় সুমন ধর। অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, তানিয়া বৃষ্টি, শাহাদাৎ হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App