×

জাতীয়

ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই ভাইয়ের পরিবারের সংঘর্ষ, নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০১৯, ১১:৪৪ এএম

ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই ভাইয়ের পরিবারের সংঘর্ষ, নিহত ৩
ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই ভাইয়ের পরিবারের সংঘর্ষ, নিহত ৩
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বড়হিত ইউনিয়নের কাঁঠাল ডাংরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের হাসিম উদ্দিন (৬০), তার ছেলে জহিরুল ইসলাম (৩০) এবং হাসিমের ভাতিজা আজিজুল হক (৩৫)। হাসিমের দুই ছেলে খায়রুল ও মাজহারুলকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি আহমেদ কবির জানান, হাসিম ও তার চাচাতো ভাই আব্দুর রশিদের পরিবারের মধ্য দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আজ সালিশ বসার কথা ছিল। কিন্তু এর আগেই আজ সকালে হাসিমের খামারের বিষ্ঠার গন্ধ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে দুই পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর সেখান থেকে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বগরঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনকে সঙ্কটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে নেওয়ার পথে হাসিম ও আজিজুলও মারা যান। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় রক্তমাখা রামদা ও ৭টি বল্লমসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App