×

জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে মাঝ পদ্মায় স্পিডবোট ডুবি, শিশু নিখোঁজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০১৯, ১১:৪০ এএম

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে মাঝ পদ্মায় স্পিডবোট ডুবি, শিশু নিখোঁজ
বৈরি আবহাওয়ায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে মাঝ পদ্মায় স্পিডবোট ডুবে দীন ইসলাম হোসেন রনি (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাট যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ১৬ জন যাত্রী বহন করে শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাট যাচ্ছিল স্পিডবোট টি। পথে মাঝ পদ্মায় প্রচণ্ড বাতাসে সি-বোটটি উল্টে যায়। এতে দীন ইসলাম রনি নিখোঁজ হয়। বাকি যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজের সন্ধানে উদ্ধার কাজ চলছে বলেও জানান তিনি। বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে শিমুলিয়া থেকে আসা স্পিডবোটটি মাঝ পদ্মায় ১৬ যাত্রী নিয়ে ডুবে যায়। এতে স্পিডবোটে থাকা এক যাত্রী নিঁখোজ রয়েছেন বলে খবর পেয়েছি। তিনি আরও বলেন, বৈরী আবহাওয়ার কারণে সকাল পৌনে ৯টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে ফেরি চলছে সীমিত আকারে। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবিরুল ইসলাম জানান, মাঝ পদ্মায় ঝড়ের কবলে পড়ে প্রচণ্ড বাতাসে স্পিডবোটটি উল্টে যায়। নিকটবর্তী একটি খালি স্পিডবোটের মাধ্যমে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় একজন নিখোঁজ আছে ও তার সন্ধানে উদ্ধার কাজ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App