×

জাতীয়

রাজধানীতে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও চলছে কোরবানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০১৯, ১১:৫২ এএম

রাজধানীতে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও চলছে কোরবানি
ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানী দিচ্ছেন নগরবাসী। ইসলামের বিধান অনুযায়ী ঈদের পর আরো তিনদিন কোরবানি দেয়ার নিয়ম রয়েছে। যারা একাধিক গরু কোরবানি দেন তাদেরও অনেকেই ঈদের দিনের পাশাপাশি পরের দিনও পশু কোরবানী করে থাকেন। আজ মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন রাজধানীর মগবাজার, মালিবাগ, চকবাজার, বকশিবাজার এলাকার অলিতেগলিতে কোরবানির চিত্র চোখে পড়ে। তবে ঈদের দিনের তুলনায় এর সংখ্যা কম। ঈদের দিন কসাই সংকট থাকায় বিপত্তি এড়াতেও আজ কোরবানি দিচ্ছেন কেউ কেউ। এদিকে আজ যারা পশু কোরবানি দিচ্ছেন তাদের বর্জ্য অপসারণে সকাল থেকেই কাজ শুরু করেছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তবে অনেক বাসিন্দাকেই নিজ দায়িত্বে বর্জ্য অপসারণ করতে দেখা গেছে। আর কোথাও আংশিক বর্জ্য থাকলে তা সিটি কর্পোরেশন থেকে অপসারণ করা হচ্ছে। তবে গতকালের মতো আজও সিটি কর্পোরেশনের পশু কোরবানির নির্ধারিত স্থানে কোনো পশু কোরবানির চিত্র দেখা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App