×

জাতীয়

এসি বিস্ফোরণে দগ্ধ জাদুশিল্পী মনিরুজ্জামান লিটনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০১৯, ০৩:৩৪ পিএম

এসি বিস্ফোরণে দগ্ধ জাদুশিল্পী মনিরুজ্জামান লিটনের মৃত্যু
রাজধানীর কলাবাগানের কাঠাঁলবাগান এলাকায় এসি বিস্ফোরণে দগ্ধ জাদুশিল্পী মনিরুজ্জামান লিটন (৩৮) ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মারা গেছেন। সোমবার বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়। জানা যায়, গত সোমবার ভোরের দিকে কাঁঠালবাগানের বক্স-কালভার্ট রোডের চারতলা একটি ভবনের দোতলায় আগুন লাগলে লিটন (৩৮), তার স্ত্রী টুম্পা আক্তার (৩০) এবং তাদের দুই সন্তান লাইবা (৭) ও লিবান (৮ মাস) দগ্ধ হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেন। তাদের মধ্যে লিটনের শরীরের ৪৬ শতাংশ, টুম্পার ২৫ শতাংশ, লাইবার ১৭ শতাংশ এবং লিবানের ৭ শতাংশ পুড়ে গিয়েছিল। স্থানীয়রা জানান, চারতলা ওই ভবনটি লিটনের পারিবারিক সম্পত্তি। ভবনের দোতলা ও তিনতলা তিনি পরিবার নিয়ে থাকতেন। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App