×

খেলা

টি-টোয়েন্টি ক্রিকেটে থাইল্যান্ডের বিশ্বরেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০১৯, ০৯:৪৩ পিএম

টি-টোয়েন্টি ক্রিকেটে থাইল্যান্ডের বিশ্বরেকর্ড

ছবি: সংগৃহীত

আইসিসি কর্তৃক ক্রিকেট খেলুড়ে সব দেশকে টি-টোয়েন্টি স্ট্যাটাস দেয়ার সিদ্ধান্ত নেয়ার পরই করা হয়েছিল আশঙ্কা যে, ক্রিকেটের রেকর্ডে হয়তো দেখা যাবে অদ্ভুত সব নাম। কারণ শীর্ষ দেশগুলো বাদে বাকি যারা আছে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় না বললেই চলে।

সে সুযোগেই এবার টি-টোয়েন্টি ক্রিকেটে এক বিশ্বরেকর্ডই গড়ে ফেলেছে থাইল্যান্ড নারী ক্রিকেট দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ডটি এখন তাদের দখলে।

গত বছরের জুলাই থেকে গতকাল (শনিবার) পর্যন্ত টানা ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে থাই নারীরা। ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের ২০১৪-১৫ সালে গড়া টানা ১৬ ম্যাচ জয়ের রেকর্ডটি।

একটানা ১৭ ম্যাচ জিতলেও, কোনোটিই প্রতিষ্ঠিত কোনো দলের বিপক্ষে জেতেনি থাইল্যান্ডের নারী ক্রিকেট দল। কিন্তু সবগুলো ম্যাচের আন্তর্জাতিক স্বীকৃতি থাকায় এখন বিশ্বরেকর্ডে থাকবে তাদেরই নাম।

১৭ ম্যাচেই যে থামছে এ রেকর্ড, তাও জোর দিয়ে বলা যায় না। কারণ চলতি মাসেই স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে ম্যাচ রয়েছে থাই নারীদের। ফলে নিজেদের রেকর্ড আরও বাড়িয়ে নেয়ার তারা পাচ্ছেই।

এদিকে থাইল্যান্ডের টানা ১৭ ম্যাচ জয়ের রেকর্ডটি শুধু নারী ক্রিকেটের নয়, নারী-পুরুষ উভয় ক্রিকেটেই এক টানা এর ম্যাচ জেতার রেকর্ড কোনো দলের। ২০১৬-১৭ সালে টানা ১১টি টি-টোয়েন্টিতে জিতেছিল আফগানিস্তান। পুরুষদের ক্রিকেটে এটিই এখনও রেকর্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App