×

বিনোদন

ছোট পর্দায় ঈদ ধামাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০১৯, ০৪:৪৩ পিএম

ছোট পর্দায় ঈদ ধামাকা
প্রতিবারের মতোই এবারের ঈদুল আজহাতেও দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রচার হবে নাটক-টেলিছবি। এ ছাড়া অনলাইনভিত্তিক ভিডিও প্লাটফর্মেও থাকছে ঈদ উপলক্ষে নানা আয়োজন। ঈদের বিনোদন আয়োজনের উল্লেখযোগ্য অংশের মধ্যে রয়েছে নাটক-টেলিছবি। এ ছাড়া বাংলা সিনেমা, গান, নাচসহ নানা আয়োজন থাকছে এবারের ঈদে টিভি পর্দায়। রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন তিন দিনের ঈদ অনুষ্ঠানমালা সাজিয়েছে। এর মধ্যে রয়েছে ৩টি নিজস্ব প্রযোজনার নাটক এবং সমানসংখ্যক প্যাকেজ নাটক। এ ছাড়া ২টি ম্যাগাজিন অনুষ্ঠানও রয়েছে তাদের অনুষ্ঠানসূচিতে। অন্যদিকে পাঁচ দিনের অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের একমাত্র শিশুতোষ টেলিভিশন চ্যানেল দুরন্ত। চ্যানেলটিতে প্রচার হবে ‘সিসিমপুর’, ‘বালুপো ও উইসপার’, ‘মায়া দ্য বী’, ‘স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস্’, ‘দ্য জাঙ্গল বুক’, ‘সুইট লিটল মনস্টারস’, ‘রঙের খেলায় সুরের ভেলায়’-এর বিশেষ পর্ব। এ ছাড়া বাংলায় ভাষান্তরিত নতুন সিনেমার টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে চ্যানেলটিতে। সিনেমাগুলো হলো দ্য ফেইরি টেলার : হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের মডার্ন ক্লাসিকস, টিনটিন এন্ড দ্য লেক অফ শার্কস, টিনটিন : দ্য সেভেন ক্রিস্টাল বলস এন্ড প্রিজনারস অফ দ্য সান, টিনটিন : দ্য ক্যালকুলাস অ্যাফেয়ার, দ্য লিজেন্ড অফ স্নো হোয়াইট এবং ওয়েলকাম ব্যাক পিনোকিও। দুরন্ত টিভি অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার বলেন, শিশুদের জন্য মানসম্পন্ন অনুষ্ঠান প্রচারে ইতোমধ্যেই সব শ্রেণির দর্শকের কাছে প্রশংসা কুড়িয়েছে দুরন্ত। এবারের ঈদেও দুরন্ত টিভির অনুষ্ঠান সবার ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে। বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে প্রচার হবে আট দিনের ঈদ আয়োজন। এতে থাকছে সাতটি টেলিফিল্ম, সাত পর্বেও তিনটি ধারাবাহিক, ১৬টি জনপ্রিয় সিনেমা, সাতটি একক নাটক এবং স্বল্প বিরতির নাটক। আরটিভির অনুষ্ঠান বিভাগের কর্মকর্তা প্রসেনজিত রায় বলেন, দর্শকের ঈদ আনন্দকে বাড়িয়ে দেবে আরটিভির আয়োজন। মানসম্পন্ন অনুষ্ঠান প্রচারে বরাবরের মতোই এবারো দর্শকের মন জয় করবে আরটিভি। এদিকে চ্যানেল আই এবারের ঈদে আট দিনের অনুষ্ঠান সাজিয়েছে। এই আয়োজনে প্রচার হবে ১৪টি একক নাটক এবং ৯টি টেলিফিল্ম। সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালা সাজিয়েছে এনটিভি। এই আয়োজনে ২১টি একক নাটক, ৭টি টেলিফিল্ম এবং ১টি ঈদ ধারাবাহিক প্রচার হবে। এর সঙ্গে ৩টি সঙ্গীতানুষ্ঠান, ১টি নৃত্যানুষ্ঠান, রম্য অনুষ্ঠান ও গেম শো রয়েছে এই চ্যানেলে। এ ছাড়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কারণে সেদিনের পুরো সময় বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠান প্রচার করবে চ্যানেলটি। ঈদে সাত দিনের অনুষ্ঠান প্রচার করবে বাংলাভিশন। এই চ্যানেলে প্রচার হবে ৩৬টি একক নাটক, ৭টি টেলিফিল্ম এবং ৯টি সিনেমা। এ ছাড়া ৪টি ৭ পর্বের ধারাবাহিক নাটক প্রচার করা হবে। বরাবরের মতোই সাত দিনের অনুষ্ঠান প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। এই আয়োজনে একক নাটক প্রচার হবে ১৪টি, ঈদ ধারাবাহিক ১টি, টেলিফিল্ম ৭টি। বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ১০ দিনব্যাপী ঈদের অনুষ্ঠান প্রচার করবে। এতে ঈদ ধারাবাহিক রয়েছে ৩টি। ২০টি একক নাটকের পাশাপাশি টেলিফিল্ম প্রচার হবে ৯টি। সঙ্গীতানুষ্ঠান প্রচার হবে ৪টি। ২০টি বাংলা ছায়াছবি এবং ৩টি ম্যাগাজিন অনুষ্ঠানও রয়েছে তাদের অনুষ্ঠানসূচিতে। সাত দিনের অনুষ্ঠান প্রচার করবে দেশ টিভি। এই আয়োজনে সাত দিনে ১৪টি একক নাটক এবং সমানসংখ্যক সঙ্গীতানুষ্ঠান প্রচার হবে চ্যানেলটিতে। গাজী টেলিভিশনের সপ্তাহব্যাপী ঈদ আয়োজনে প্রচার হবে ১৪টি একক নাটক, ২টি সিনেমা, ৭টি টেলিফিল্ম, ৭ পর্বের একটি ঈদ ধারাবাহিক এবং ৭টি গানের অনুষ্ঠান। দীপ্ত টেলিভিশন ঈদে সাত দিনের অনুষ্ঠানমালায় প্রতিদিনই নাচের অনুষ্ঠান প্রচার করবে। এ ছাড়া ১৪টি সিনেমার পাশাপাশি ২৮টি একক নাটক প্রচার হবে। এর সঙ্গে ৭ পর্বের একটি ঈদ ধারাবাহিকও প্রচার হবে। নাগরিক টিভি সাত দিনের ঈদ আয়োজনে ৫টি ঈদ ধারাবাহিক নাটকের সঙ্গে ১৫টি একক নাটক এবং ১৪টি সিনেমা প্রচার করবে। এ ছাড়া প্রতিদিনই থাকবে সরাসরি গানের অনুষ্ঠান। একুশে টেলিভিশনের সাত দিনের ঈদ আয়োজনে ২২টি একক নাটক এবং ৪টি ঈদ ধারাবাহিক প্রচার হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App