×

জাতীয়

ঈদের দিন বৃষ্টির সম্ভবনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০১৯, ০৭:১৬ পিএম

ঈদের দিন বৃষ্টির সম্ভবনা

ছবি: সংগৃহীত

সোমবার (১২ আগস্ট) সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। দুই-তিনদিন আগেও দেশের বিভিন্ন স্থানে অল্প সময়ের জন্য ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, ঈদের দিন বৃষ্টির সম্ভবনা রয়েছে। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। তবে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটিভাবে সক্রিয় আছে। এ কারণে ঈদের দিন সোমবার (১২ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভবনা রয়েছে। আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘১২ আগস্ট থেকে বৃষ্টির সম্ভবনা রয়েছে। এদিন ঢাকায় বিকেলের পর বৃষ্টির হতে পারে। উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের দিকে দুপুরের পর বৃষ্টির সম্ভবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানেও সকাল থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তিনি আরও বলেন, ‘ওইদিন থেকেই তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। আকাশ মেঘলা থাকতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশে পুরোপুরি সক্রিয় থাকবে। তবে লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম।’ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App