×

বিনোদন

শুটিংয়ে ব্যস্ত তারকা শিল্পীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০১৯, ০৩:১২ পিএম

শুটিংয়ে ব্যস্ত তারকা শিল্পীরা
ঈদুল আজহাকে ঘিরে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশের তারকা শিল্পীরা। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, আফরান নিশো থেকে মম, তারিন, সাবিলা, তিশাসহ অর্ধশতাধিক অভিনয়শিল্পীর এখন যেন দম ফেলারও সময় নেই। ঈদের আগের চাঁদ রাত পর্যন্ত শুটিং নিয়েই ব্যস্ত থাকবেন শিল্পীরা। অভিনেতা মীর সাব্বির বলেন, আমাদের তো ঈদের সময় বেশি ব্যস্ত থাকতে হয়। এ পর্যন্ত ১০টির মতো খণ্ড নাটক আর তিনটি সাত পর্বের ধারাবাহিক নাটকের কাজ করেছি। এর মধ্যে হানিফ সংকেতের পরিচালনায় ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’ নাটকটিতে অভিনয় করেছি। এবারের ঈদে বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূরকে দেখা যাবে ‘জলছবি’ নামের একটি টেলিফিল্মে। শুভাশিস সিনহার লেখা টেলিফিল্মটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। এতে নূরের সহশিল্পী হিসেবে আছেন তারিন ও জ্যোতি সিনহা। আসাদুজ্জামান নূর বলেন, এখন ব্যস্ততার জন্য নিয়মিত অভিনয় করা হয়ে উঠে না। জলছবিতে আমাকে দেখা যাবে কবি মাহমুদুল হক চরিত্রে। অন্যদিকে এবারের ঈদে ১৮টি নাটকের শুটিং শেষ করেছেন অপূর্ব। হাতে আরো কয়েকটি নাটকের শুটিং রয়েছে। ঈদের নাটক প্রসঙ্গে অপূর্ব বলেন, রোমান্টিক চরিত্রের বাইরে কমেডি ঘরানার নাটকেও এবার অভিনয় করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে। অভিনেত্রী জাকিয়া বারী মম এরই মধ্যে ১৭টি নাটকের শুটিং শেষ করেছেন। হাতে রয়েছে আর কয়েকটি নাটকের কাজ। নির্মাণ শেষ হওয়া নাটকগুলো হচ্ছে ‘আশ্রয়’, ‘মুগ্ধ ব্যাকরণ’, ‘শিক্ষিত বউ’, ‘অচেনা মনের গলিতে’, ‘হাসতে নাই মানা’, ‘লুকোচুরি’, ‘সেনোরিতা’, ‘নব্বই দিন পর’, ‘খোলস ভাঙা গল্প’, ‘ডিলেট ডে’, ‘প্রজাপতি মেয়েটা’, ‘মনবাসর’, ‘ফেলটুস’, ‘স্বর্ণলতা’, ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’। ঈদের নাটক প্রসঙ্গে মম বলেন, এ পর্যন্ত যত নাটকে অভিনয় করেছি সব গল্প ও চরিত্র আমার পছন্দের। আশা করছি সবার ভালো লাগবে। অভিনেতা চঞ্চল চৌধুরীকে ঈদে দেখা যাবে, ‘লেকুর এভারেস্ট জয়’, ‘বিশ্ব টাউট’, ‘টাউট হতে সাবধান’, ‘হেভিওয়েট মিজান’, ‘ক্ষণিকের আলোয়’, ‘রূপা ভাবী’, ‘আমরা কবে যাব’, ‘কিংকর্তব্যবিমূঢ়’, ‘মিরাজ তুই মরিস নে ক্যা’, ‘জয়েন্ট ফ্যামিলি’, ‘সরি বলো’, ‘নব্বই দিন পর’ ও ‘কাজল রেখার কুরবানি’ নাটকগুলোতে। চঞ্চল চৌধুরী বলেন, সারা বছরই নাটকে অভিনয় করি। দর্শকদের নতুন কিছু দেয়ার জন্যই কাজ করি। কতটা পারি তা দর্শকই বলতে পারবেন। অভিনেতা জাহিদ হাসান এ পর্যন্ত ১৪টি নাটকে অভিনয় করেছেন। নাটকগুলো হলো ‘লো প্রেসার’, ‘হযবরল’, ‘রোবটের নাম জাকির খান’, ‘হেভিওয়েট মিজান’, ‘আমিও মানুষ’, ‘তবুও একা হয়ে যাই’, ‘সামচু ভাই সংগ্রামী হতে চায়’, ‘ম্যানেজ মকবুল’, ‘হিসাবের পাগল’, ‘বেঙ্গল; দ্য সেলফি হিরো’ ও ‘মি অ্যান্ড মিসেস লিয়াকত’। ঈদের আগে আরো কয়েকটি নাটকের শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে অভিনেতা সজল এ পর্যন্ত ১৫টি নাটকের শুটিং শেষ করেছেন। অন্যদিকে কিছুটা বেছে বেছে কাজ করা শুরু করেছেন মোশাররফ করিম। এবারের ঈদে এরই মধ্যে ১২টি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘যমজ-১২’, ‘বিহাইন্ড দ্য পাপ্পি’, ‘মানসম্মান নেই’, ‘আনমাইন্ডফুল’, ‘ভালোবাসার সর্দি কাশি’, ‘এটাই ভালোবাসা’, ‘মুগ্ধ ব্যাকরণ’, ‘আশ্রয়’, ‘রাজন দ্য কিং’, ‘কবুল বললি কে’, ‘বাবা হতে চাই’ ও ‘কাঠপেনসিলের কাহিনী’। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছেন ১৩টি নাটকে। যার মধ্যে রয়েছে ‘কিডন্যাপ’, ‘কিংকর্তব্যবিমূঢ়’, ‘লেডি কিলার-২’, ‘আশ্রয়’, ‘মি. পরিষ্কার’, ‘একটু পর রোদ উঠবে’, ‘মি টু’, ‘আমরা কবে যাব’ উল্লেখযোগ্য। অভিনেত্রী মেহজাবীন অভিনয় করেছেন ১৪টি নাটকে। যার মধ্যে আছে, ‘বিউটি ফুল’, ‘পারফেক্ট ওয়াইফ’, ‘গোলাপি কামিজ’, ‘প্রশংসায় পঞ্চমুখ’, ‘রঞ্জনা আমি আবার আসব’ প্রভৃতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App