×

খেলা

রিয়াল মাদ্রিদে রোনালদোর দায়িত্ব পেলেন হ্যাজার্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০১৯, ০৫:২৭ পিএম

রিয়াল মাদ্রিদে রোনালদোর দায়িত্ব পেলেন হ্যাজার্ড

ছবি: সংগৃহীত

দল-বদলের সর্বশেষ বাজারে চেলসি থেকে নিজের স্বপ্নের দল রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ইডেন হ্যাজার্ড। আর এবার তার কাঁধে গুরু দায়িত্ব চাপিয়ে দিল লস ব্ল্যাঙ্কোসরা। পূর্বসূরি ক্রিস্টিয়ানো রোনালদো বা রাউল গঞ্জালেসদের পরিহিত ৭ নাম্বার জার্সি দেওয়া হয়েছে বেলজিয়ান মিডফিল্ডারকে।

যদিও রোনালদো জুভেন্টাসে যাওয়ার পর মারিয়ানো দিয়াসকে ৭ নাম্বার জার্সি দেওয়া হয়েছিল। তবে এখন সেটি পরিবর্তন করে ২৪ নাম্বার করা হয়েছে। গুঞ্জন আছে তাকে হয়তো মোনাকোতে বিক্রি করে দিতে পারে রিয়াল।

এদিকে বায়ার্ন মিউনিখে ধারে যাওয়ার আগে রিয়ালের ১০ নাম্বার জার্সিটি পরতেন হামেস রদ্রিগেজ। তবে এখন কলম্বিয়ান তারকার জন্য ১৬ নাম্বার জার্সি নতুন করে ঠিকানা বানিয়েছে বার্নাব্যুর দলটি।

যদিও চেলসি ও জাতীয় দলে ১০ নাম্বার জার্সি পরা হ্যাজার্ড তার প্রিয় পোশাকটিই চেয়েছিলেন ক্লাবের কাছে। তবে লুকা মদ্রিচের কারণে আর হয়নি। গতবারের ব্যালন ডি’অর জয়ী ১০ নাম্বারেই খেলেন। আর দলের সেরা দুই স্ট্রাইকার করিম বেনজেমা ও গ্যারেথ বেল ৯ ও ১১ নাম্বার জার্সিতেই আছেন।

রিয়ালের নতুন খেলোয়াড় হিসেবে যোগ দেওয়া এদার মিলিতো, ফারল্যান্ড মেন্দি, লুকা জোভিচ ও রদ্রিগো গোয়েস যথাক্রমে পেয়েছেন ৩, ২৩, ১৮ ও ২৭ নাম্বার জার্সি। যেখানে গত মৌসুমে লেগানেসে ধারে কাটানো অ্যাদ্রি লুনিন পেয়েছেন ২৫ নাম্বার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App