×

সাময়িকী

মহাকালের গর্তে উঠে জীবনের জয়গান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০১৯, ০৫:৫৩ পিএম

আমারও ক্লান্ত কপালের পুরো ভাঁজে নামবে বিকেল, কামনার ব্যাকুলতা হয়তো থাকবে না, কেবলই থাকবে- ঘাড়ের উপর জীবনের প্রকাণ্ড কুঁজ, সময়ের চূর্ণ পাহাড়ে স্মৃতির মিনার ভেঙে ভেঙে উঠবে তূর্যনিনাদ; মুখটা দুহাতের তালুতে ভর দিয়ে শুধু ফ্যালফ্যাল করে দেখবে শেষের দৃশ্যপট, যে যায় সে আর ফিরে আসে না দৃষ্টির সীমানায়, আষাঢ়ের রিমঝিম বরষায়; কদমের ডালে ভেজা কাক আনমনে ধ্বংসের ডাক দেয়! দিনের সিংহদ্বারে লিখে রাতের পঞ্চনামা! অন্ধকার গহ্বরে জন্মান্ধ সাপের মাথায় মণি জ্বলজ্বল করছে, সে কী জানে তার মূল্য? তবে আমি এটুকুই জানি হারিয়ে যাওয়া কালের গর্ত থেকে উঠে আসে- নতুন প্রজন্মের বেঁচে থাকার তীব্র অভিপ্রায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App