×

সাময়িকী

নারী ও অলিক পারাবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০১৯, ০৫:৫২ পিএম

একটি মরুভূমি নারী দূর-দূর মরীচিকা নারী খররোদে তীব্র লু’য়ে ঝলসে-যাওয়া মরুদ্যান নারী বহু-বহু শতাব্দীর বালুর পাহাড় চাপা-পড়া স্রোতস্বিনী, নারী; সৃষ্টিশীলতার ফল্গুধারা, এক হাজার-এক রজনীর লোভ-লালসার গপ্পো-সিন্দুকের মরচে-পড়া তালা-চাবি অন্তরালে, আটকে-থাকা হৃৎপিণ্ড, বিস্ময়, লোক-কহিনীর অন্ধকূপে, বিস্তারে বিস্তৃত অপভাষা বেভুল সংস্কৃতি লোকাচারে, নিজেকে হারিয়ে জংধরা রক্তমাংসে নারী, হাড়গোড় মেদ মাংস চ্যুত হাট-পুতুলের বাড়া, ছল, মোহ, বিত্তহীন বেসাতের ঢঙরঙ; এই কল্পলোহাপিতলের সিন্দুকের তালা খুলতে পারে একটিমাত্র স্বপ্নচাবি, ভালোবাসা; মরুভূমি জুড়ে মানবী উদ্ধারে মরুঝড় ভয়াল বিষম দিদ্বিদিগ; তারপরও, নারী সে তখন নিজেও বিস্মিত হতচমকিত, অপ্রস্তুত, রঙ ও রূপের লীলাপাতে বিমূঢ় অস্থির আত্ম-আবিষ্কারে আবেগের উন্মুখ বিপুল আত্মদানে আদি ধ্রুপদিয়া রাগ যেন বিচ্ছুরিত সহস্র রাগিণী!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App