×

সাময়িকী

নামের বিভ্রাট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০১৯, ০৫:৫৩ পিএম

কাঁদে সব মানব-সন্তান শিশুজন্মেই ক্রন্দন যে শিশুর স্বজনেরা তার নাম দিলো আহ্লাদে পদ্মলোচন, ক্রমশ সবাই জানে শিশুটি জন্মান্ধ সামাজিক বোঝার নতুন সংস্করণ; অতঃপর বিসাদৃশ নামের কলঙ্ক থাকে ক্ষতের মতন। কী-দুর্ভাগ্য সুভাষিণী নামের মেয়েটি ভাষাহীন কেন হলো কেউ জানতো না ফুটফুটে বালিকার জবান নির্বাক থেকে যাবে সুভাষিণী নাম তার কলঙ্ক তিলক হয়ে গেলো; আমাদের প্রিয় সুহাসিনীর জীবনে কান্নার বিকল্প নেই সামাজিক অনাচার-দুরাচারের শিকার বাঙালি নারীর অনেকেই অথচ সুহাসিনীর নামটি বিদ্রƒপ হয়ে রইলো, বদলালো না; প্রতিটি অশ্রুবিন্দুর দাম এ পোড়া সংসার মেটাবে না। মুক্তির জীবন অবরুদ্ধ; আলো, অন্ধকারে হারিয়েছে পথ গৌরাঙ্গ বণিক শরীরে অনার্য-দ্রাবিড়ের কালো অবয়ব; ত্রিশলক্ষ রক্তঋণ মস্তকে রেখেই শিশুটির নাম রেখেছি স্বাধীন অঘোষিত প্রার্থনায় ছিল এ প্রজন্ম শোধ করে দেবে বাঙালির ঋণ; আবেগের আকুলতা নিয়ে যার নাম প্রিয় স্বাধীন দিলাম যুবক হবার পর অবাক বিস্ময়ে দেখি আপাদমস্তক হয়েছে গোলাম! ভাগ্যদোষে কেউবা আবার কূপমণ্ডূকতার শিকার আর এ বধির সমাজে অজস্র নিত্য অনাচার; ব্রহ্মপুত্র, যে পিতা ব্রহ্মার আগুন হারিয়ে জল লৌহিত্য-সাগর নামের গৌরব হারিয়ে এখন নদী ভেঙে ক্লেশে বেঁচে আছে ক্ষীণকায় জলের সম্বল। আমাদের মানববন্ধন আনুষ্ঠানিক সুবেশ প্রতিবাদ অনুদান-নির্ভর বিক্ষোভে নাব্যনদী আনেনি ফিরায়ে জল শৃঙ্খলিত স্বাধীন পেয়েছে হয়তো যৎকিঞ্চিত চলার সম্বল। নামের ভ্রান্তিতে কলঙ্কিত যারা যাপিত-জীবনে অনুনয়ে বলি, তাদের বিপক্ষে কেউ করুণা রেখো না ভাই সংগোপনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App