×

জাতীয়

ঢাকায় এসে ভারতীয় চিকিৎসকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০১৯, ১০:৩৯ পিএম

বাংলাদেশে সেমিনারে যোগ দিতে আসা শ্রাবণী মিত্তাল (৫০) নামে এক ভারতীয় চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান তিনি।

ঢাকায় তিনি যে বাসায় উঠেছিলেন সেখানে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যান।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি সেমিনারে যোগ দিতে ৪-৫ দিন আগে ঢাকায় আসেন ওই চিকিৎসক। তিনি যে বাসায় উঠেছিলেন সেখানেই শনিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

এসআই গৌতম বলেন, প্রথমে তাকে সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে পাঠানো হলে সেখানেই তিনি মারা যান।

নিহতের মরদেহ বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি এসআই গৌতম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App