×

খেলা

হালেপের কষ্টার্জিত জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৯, ০১:১৫ পিএম

হালেপের কষ্টার্জিত জয়
রজার কাপ খ্যাত কানাডিয়ান ওপেনে নিজের প্রথম ম্যাচে জয় পেয়েছেন সাবেক নাম্বার ওয়ান আমেরিকান টেনিসার সেরেনা উইলিয়ামস। বেলজিয়ান টেনিস সুন্দরী এলিস মারটেনসকে সরাসরি ৬-৩, ৬-৩ সেটে হারিয়েছেন সেরেনা। ফলে রাউন্ড ষোলর টিকেট পেয়ে গেলেন তিনি। এর আগে গত জুলাইয়ে উইম্বলডন ওপেনে মেয়েদের এককের ফাইনালে রোমানিয়ার টেনিসার সিমোনা হালেপের বিপক্ষে হেরে যান তিনি। উইম্বলডনের শিরোপা খোয়ানোর পর গতকালই আবার প্রথমবারের মতো টেনিস কোর্টে নামেন ২৩ বারের গ্র্যান্ডসাম জয়ী এই টেনিসার। অন্যদিকে মেয়েদের এককের আরেক ম্যাচে হারতে হারতে বেঁচে গেছেন উইম্বলডন চ্যাম্পিয়ন সিমোনা হালেপ। আমেরিকান টেনিসার জেনিফার ব্রাডির বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পান তিনি। দুই সুন্দরীর লড়াইয়ের প্রথম সেটটি জিতে নেন জেনিফার। তবে পরের সেটেই জয় তুলে নেন সিমোনা। তৃতীয় সেটেও কোনো ফলাফল বের না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৭ সেটে জেনিফারকে হারিয়ে রাউন্ড ষোল নিশ্চিত করেন তিনি। এদিকে ছেলেদের এককের বিগ ম্যাচে জয় পেয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। ব্রিটিশ টেনিসার ডান ইভানসকে ৭-৬ (৮-৬), ৬-৪ সেটে হারান তিনি। গত মাসে উইম্বলডনের সেমিফাইনালে আরেক টেনিস গ্রেট রজার ফেদেরারের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিতে হয়েছিল তাকে। গতকালের ম্যাচে নাদালকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে। এই ম্যাচ খেলার আগেই তিনি জানিয়েছিলেন শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই খেলতে নামবেন তিনি। অন্যদিকে ব্রিটিশ টেনিসার কাইল এডমুন্ডও আসর থেকে ছিটকে গেছেন। রাশিয়ান টেনিসার ড্যানিয়েল মেডদেবেভের বিপক্ষে ৬-৩, ৬-০ সেটে হেরে যান তিনি। অন্যদিকে ছেলেদের দ্বৈতের বিগ ম্যাচে জয় পেয়েছে এ্যান্ডি মারে ও ফেলেসিয়ানো লোপেজ জুটি। ২-৬, ৬-৩, ১০-৮ সেটে দুই ফরাসি টেনিসার জেরেমি চারডে ও ফাবরিস মার্টিনকে হারান তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App