×

আন্তর্জাতিক

ভূস্বর্গ কাশ্মির এখন সংঘাতের উপত্যকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৯, ১১:২৭ এএম

ভূস্বর্গ কাশ্মির এখন সংঘাতের উপত্যকা
বহুমাত্রিক রূপ নিচ্ছে কাশ্মির সংকট ঘিরে ভারত-পাকিস্তানের চলমান দ্বৈরথ। রহিত হয়ে গেছে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক। স্থগিত হয়ে গেছে ক‚টনৈতিক সম্পর্ক। পারস্পরিক রাষ্ট্রদূত বহিষ্কারের পালা সম্পন্ন হয়েছে ইতোমধ্যেই। পাশাপাশি, প্রায় সাত দশকের অমীমাংসিত ও প্রলম্বিত এ রাজনৈতিক সংকটে জড়িয়ে পড়ছে বাদবাকি বিশ্বও। জাতিসংঘের গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি উভয়পক্ষকেই সংযত আচরণ অবলম্বনের আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যদিও প্রকাশ্যেই ভারতের পক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানকে তিরস্কার করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এক বিবৃতিতে নিজের ঘর সামলানোর আহবান জানিয়ে বলা হয়েছে, জঙ্গি দমনে মনোযোগ দিন। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মাথা না ঘামালেও চলবে। এদিকে কেন্দ্র আরোপিত অবরোধ ও অচলাবস্থার বিরূপ প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে কাশ্মিরের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। বন্ধ হয়ে গেছে খাবার সরবরাহ। ব্যাংক ও এটিএমগুলো অর্থশূন্য। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে স্বল্প সময়ের জন্য খোলা দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে লোকজন। ফলে তিন দিন পার হওয়ার আগেই রসদ ফুরিয়ে গেছে তাদেরও। আকাশ ছুঁয়েছে দ্রব্যমূল্য। অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছে বহু কাশ্মিরি পরিবার। ফলত, রাজনীতির ফাঁদে পড়ে একদা ভ‚স্বর্গ কাশ্মির আজ অসহনীয় নরকের রূপ নিতে যাচ্ছে বলে মনে করছে সেখানকার সাধারণ মানুষ। খবর এনডিটিভি, আনন্দবাজার, টেলিগ্রাফ, বিবিসি। এদিকে সভা-সমাবেশের ওপর কড়া নিষেধাজ্ঞা এবং সান্ধ্য আইন জারি থাকা সত্তে¡ও শ্রীনগরের কমপক্ষে ৩০টি স্থানে সৈন্যদের ওপর পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় সেনাদের সঙ্গে সংঘর্ষে ৬ জন নিহত হন। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো প্রায় কয়েক ডজন বিক্ষোভকারী। এ ছাড়া বর্তমান পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করে নয়াদিল্লির একচেটিয়া সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইসলামিক দেশগুলোর জোট ওআইসি। পাশাপাশি দুই পক্ষের এ বিবাদে নিজে কোনো পক্ষ নেবে না জানালেও পরোক্ষ হুঁশিয়ারি দিয়ে চীন বলেছে, চীনের স্বার্থে আঘাত লাগলে তা কোনোক্রমেই সহ্য করা হবে না। অন্যদিকে উপমহাদেশের উদ্বেগজনক পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে তুরস্ক। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বিষয়টি নিয়ে একদফা আলোচনাও করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। পরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। অনুরূপ জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল ও তাকে দুই ভাগে বিভক্ত করে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে সেখানকার মুসলিম মানবাধিকার কর্মীরা। তবে ইইউর মুখপাত্র কার্লোস মার্টিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভারত সরকারের এ পদক্ষেপের রাজনৈতিক ও আইনি তাৎপর্য রয়েছে। এদিকে, কাশ্মিরের সাবেক দুই মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের বিরুদ্ধে দেশটির সর্বোচ্চ আদালতে মামলা করেছেন তেহসিন পুনাওয়ালা নামে একজন অধিকারকর্মী। পাশাপাশি এনডিটিভি জানায়, ভারতের সঙ্গে ক‚টনৈতিক সম্পর্ক সীমিত করার যে ঘোষণা দিয়েছে পাকিস্তান, সেটি পুনর্বিবেচনার আহবান জানিয়েছে ভারত। অন্যদিকে, আগামী ১৪ আগস্ট পাকিস্তান দিবসকে ‘কাশ্মিরিদের জন্য সৌহার্দ্য দিবস’ এবং ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসকে ‘কালো দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। যোগাযোগ বিচ্ছিন্ন জম্মু-কাশ্মিরে অবরুদ্ধ নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে নিজের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। অন্যদিকে, ঈদ সামনে রেখে সরকার কাশ্মিরিদের কিছুটা স্বস্তি দেয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তবে কীভাবে সে ধরনের স্বস্তি দেয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। গত রবিবার ৩৭০ ধারা বাতিলের পর অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে কাশ্মির উপত্যকাজুড়ে। কড়া নিয়ন্ত্রণ আরোপিত হয়েছে সেখানকার মোবাইল নেটওয়ার্কসহ সব ধরনের যোগাযোগের ওপর। ফলে স্থবির হয়ে গেছে সেখানকার স্বাভাবিক জনজীবন। বন্ধ হয়ে গেছে হাট-বাজার, দোকান-পাট, স্কুল-কলেজ, ব্যবসা-বাণিজ্য। ধরপাকড়ের শিকার হয়েছেন শীর্ষস্থানীয় নেতাসহ সহ¯্রাধিক লোক। যদিও সামাজিক নেটওয়ার্কের ভিডিওতে দেখা গেছে, অবরুদ্ধ কাশ্মিরের রাস্তায় দাঁড়িয়ে খাবার খেতে খেতে কয়েকজন লোকের কাছে অজিত দোভাল জানতে চাইছেন, সব কেমন চলছে? আপনারা কী ভাবছেন? এ সময় তিনি আরো বলেন, সবারই শান্তিতে থাকা উচিত। ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। আমরা শুধু আপনাদের নিরাপত্তা ও ভালো রাখার কথাই চিন্তা করছি। অন্যদিকে নয়াদিল্লির এ সিদ্ধান্তে কাশ্মিরের ‘জ¦লন্ত আগুনে বারুদ’ ঢেলে দেয়া হলো বলে মন্তব্য করেন ইমতিয়াজ উনওয়ানি নামে দক্ষিণ কাশ্মিরের এক কলেজ শিক্ষার্থী। সেখানকার তরুণরা বলাবলি করছে, যখন মৃত্যু ধেয়ে আসছে আমাদের দিকে, তখন আর স্কুুলে গিয়ে কী লাভ?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App