×

অর্থনীতি

ঈদে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৯, ১০:০৬ পিএম

ঈদে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর আট দিন বন্ধ থাকবে। এ ছুটির ঘোষণা দিয়েছে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার থেকে ১৬ আগস্ট পর্যন্ত এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি- রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় বন্দর ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী সাধারণের চলাচল অব্যাহত থাকবে।

১৭ আগস্ট থেকে বন্দরের যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশন উভয় দেশের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন আলোচনায় আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বুড়িমারী ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) রাশেদুজ্জামান বলেন, ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সাধারণ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App