×

বিনোদন

আদিবাসী দিবসের গান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৯, ০৭:২৫ পিএম

আদিবাসী দিবসের গান লিখেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাদের প্রতি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বহিঃপ্রকাশ ঘটেছে মাহবুবুল এ খালিদের লেখা গান ‘আদিবাসী’তে। এই গানে আদিবাসীদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা ও তাদের সব অধিকার নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।

আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে ‘আদিবাসী‘ গানটিতে কণ্ঠ দিয়েছেন কিশোর, রাজীব এবং টিনা মোস্তারি। গানটি মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট খালিদসঙ্গীত ডটকমে প্রকাশিত হয়েছে। ওয়েলকাম টিউন ও রিংটোন হিসেবেও গানটি ব্যবহার করা যাচ্ছে।

আদিবাসীদের অধিকার, ঐতিহ্য ও সংস্কৃতিকে সুরক্ষা প্রদানের স্বার্থে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ৯ আগস্ট দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়। প্রায়ই জাতি ও উপজাতি বিভাগ করা হয়। পার্থক্য করা হয় বাঙালি এবং পাহাড়িদের মাঝে। অনেক সময় জঙ্গলবাসী বলে আদিবাসীদের তাচ্ছিল্য করা হয়। তাদের নির্যাতন করা হয়। কিন্তু আদিবাসীরাও এ দেশের নাগরিক। তারা এই মাটিরই সন্তান। সুতরাং সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ এ দেশের ওপর অধিকার ও দাবি রয়েছে। পাহাড়ি-বাঙালি বিভেদ নয়। এ দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ, খ্রিস্টান, হাজং মুরং, চাকমা, রাখাইন, সাঁওতাল, গারো ধর্ম বর্ণ নির্বিশেষে মিলে মিশে থাকব। কারণ আমাদের একটাই পরিচয়-আমরা বাংলাদেশি। মাহবুবুল এ খালিদের লেখা ‘আদিবাসী’ গানে এ আহ্বান ধ্বণিত হয়েছে।

‘আদিবাসী’ গানের লিংক- http://www.khalidsangeet.com/musics/details/adibasi

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App