×

জাতীয়

মিনিটে আক্রান্ত হচ্ছে দুজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৯, ১২:২৯ পিএম

মিনিটে আক্রান্ত হচ্ছে দুজন
দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। প্রতি মিনিটে দুজন করে আক্রান্ত হচ্ছে এডিস মশাবাহিত এই রোগে। আগস্ট ও সেপ্টেম্বরে ডেঙ্গুর ব্যাপকতা বাড়ার আশঙ্কা অনেক আগেই করেছিলেন গবেষক ও বিশেষজ্ঞরা। তাদের সেই আশঙ্কাই সত্যি হচ্ছে। চলতি বছরের জুলাই মাসে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ২৫৩ জন। আগস্টের এক সপ্তাহেই আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৮৭৯ জন। এখনো মাসের ২৪ দিন বাকি। এ ছাড়া ঈদের ছুটিতে মানুষের গ্রামে যাওয়াকে কেন্দ্র করেও ডেঙ্গুর ব্যাপকতা বাড়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে এখনো আতঙ্কিত দেশবাসী। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এন্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪২৮ জন। ঢাকার বাইরে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৪ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে পৌঁছেছে ৩২ হাজার ৩৪০ জনে। ঢাকার বাইরে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৮৫৪ জন। সরকারি হিসাবে চলতি বছরের গতকাল পর্যন্ত ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যুর কথা বলা হলেও গণমাধ্যমের হিসাবে এ সংখ্যা শ’য়ের কাছাকাছি। ৪ জনের মৃত্যু : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার মারা গেছেন তিতুমীর কলেজের অর্থনীতির স্নাতকোত্তরের শিক্ষার্থী মেহেদী হাসান। এ ছাড়া গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন মুন্সীগঞ্জ সদরের আওলাদ হোসেন (৩২), শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার আমেনা (৬০) এবং কুমিল্লার লাকসাম উপজেলার গজারিয়া গ্রামের আসিয়া (৩৫)। ডেঙ্গু আক্রান্তদের জন্য ৩৪০টি আইসিইউ ও ৩৩৫টি ডায়ালাইসিস ইউনিট চালু : ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দেশের সরকারি হাসপাতালগুলোতে ৩৪০টি আইসিইউ বেড এবং ৩৩৫টি ডায়ালাইসিস ইউনিট চালু আছে। পাশাপাশি বেসরকারি হাসপাতালেও এসব সেবা দেয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বুধবার ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় অধিদপ্তরের নিয়মিত সভায় এসব তথ্য জানানো হয়। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। ডেঙ্গু রোধে ঈদে বাড়ি যাওয়ার আগে করণীয় : যারা ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাবেন ডেঙ্গুর বিস্তার রোধে তাদের উদ্দেশ্যে বেশ কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গ্রামে যাওয়ার আগে বাসার সব রুমের দরজা-জানালা ভালোভাবে বন্ধ করা, টয়লেটের কমোড ঢেকে রাখা, বাথরুম বা টয়লেটের জানালা বন্ধ করা, বালতি, বদনা ও ড্রাম খালি অবস্থায় উল্টো করে রেখে যাওয়ার পরমর্শ দেয়া হয়েছে। এ ছাড়া বারান্দা বা ছাদে ফুলের টব বা এমন কোনো পাত্র রেখে যাওয়া যাবে না যেখানে বৃষ্টির পানি জমতে পারে। সোফা, পর্দা ও ঝুলন্ত কাপড়ের নিচে অ্যারোসল স্প্রে করা, ফ্রিজের পানি জমার জায়গায় ন্যাপথলিন দিয়ে রাখা, রান্নাঘরে কোথাও যাতে পানি জমে না থাকে, তা খেয়াল রাখতে হবে। যাওয়ার আগে ঘরের মেঝে, বারান্দা ও বাথরুম পরিষ্কার করে সেখানে অ্যারোসল স্প্রে করার, অব্যবহৃত বোতল বা কন্টেইনার না রাখার, অপ্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় ফেলে দেয়ার পরমার্শ দেয়া হয়েছে। অফিস বা কর্মস্থলেও একই ধরনের ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App