×

খেলা

বিশ্ব চ্যাম্পিয়নদের ধবলধোলাই করল কোহলিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৯, ০১:৩০ পিএম

বিশ্ব চ্যাম্পিয়নদের ধবলধোলাই করল কোহলিরা
টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ মানেই দুর্দান্ত দল। কারণ তাদের রয়েছে বাঘা বাঘা খেলোয়াড়, যারা পুরো বিশ্বে দাপিয়ে বেড়ায়। গেইল-রাসেলরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। ২০২০ সাল পর্যন্ত এ রেকর্ড তাদের কবজায় থাকছে। তবে ঘরের মাঠে উইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে ভারত। ক্যারিবীয় সফরে প্রথম সিরিজ টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে জিতেছে কোহলিরা। এদিকে আজ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টিতে গেইল এবং আন্দ্রে রাসেল না খেললে ওয়ানডে সিরিজে খেলছেন তারা। টি-টোয়েন্টিতে ঘরের মাঠে নিজেদের সম্মান রক্ষা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সফরকারী ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোনো পাত্তাই পেল না স্বাগতিকরা। এমনকি টি-টোয়েন্টির বিশ^চ্যাম্পিয়নদের ধবলধোলাই করেছে বিরাট কোহলিরা। গত মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচে দাপুটে ভঙ্গিতে ৭ উইকেটে সিরিজ জিতেছে ভারত। ওই দিন দীপক চাহারের অসাধারণ বোলিংয়ে লক্ষ্যটা ছিল হাতের নাগালে। এরপর ব্যাট হাতে বাকিটা সহজেই সারেন বিরাট কোহলি ও রিশাব পান্ত। এ ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এর সহজ লক্ষ তাড়া করে খেলতে নেমে কোহলি ও পান্তের ফিফটিতে ৫ বল হাতে রেখেই ৭ উইকেটে জিতে যায় ভারত। ফলে দুর্দান্ত এ জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দীপক চাহার এবং ম্যান অব দ্য সিরিজ ক্রনাল পান্ডিয়া। এর আগে তিন সিরিজের টি-টোয়েন্টির প্রথম ম্যাচে ৪ উইকেটে জিতে ক্যারিবীয় মিশন শুরু করে কোহলিরা। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ২২ রানে জয় পায় ভারত। তবে তৃতীয় ম্যাচেও গায়ানায় বৃষ্টি বাধায় পড়ে ম্যাচ। এ দিন টস কিছুটা দেরিতে হয়। বৃষ্টি শেষ হলেই মাঠে নামে দুদল। কিন্তু দুদলের লক্ষ্য ছিল একটু ভিন্ন। কোহলিরা স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামে। আর উইন্ডিজ ঘরের মাঠে নিজেদের সম্মান রক্ষা করতে মাঠে নামেন। কিন্তু শেষ পযর্ন্ত ব্যর্থ হয় টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নরা। গায়ানায় গত মঙ্গলবার টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারতের দলপতি বিরাট কোহলি। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় উইন্ডিজ। দীপকের তোপে ইনিংসের শুরুতে চাপে পড়ে যায় স্বাগতিকরা। ১৪ রানের মধ্যে ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। নিজের প্রথম ওভারে এভিন লুইসকে এলবিডবিøউ করার পর দ্বিতীয় ওভারে সুনিল নারাইন ও শিমরন হেটমায়ারকে ফেরান ডানহাতি এই পেসার। উইকেট তিনটি নিতে মাত্র ৪ রান খরচ করেন এক বছরের বেশি সময় পর জাতীয় দলের হয়ে খেলতে নামা দীপক। অন্যদিকে মারমুখী ব্যাটিংয়ে দলকে পথ দেখান কাইরন পোলার্ড। নিকোলাস পুরানের সঙ্গে গড়েন ৫৬ বলে ৬৬ রানের জুটি। পর পর দুই ওভারে এই দুজনকে ফেরান নবদীপ সাইনি। ৪৫ বলে এক চার ও ৬টি ছক্কায় ৫৮ রান করেন পোলার্ড। শেষের দিকে রভম্যান পাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৪৬ রান। ২০ বলে এক চার ও দুই ছক্কায় অপরাজিত ৩২ রান করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারতের শুরুটাও ভালো হয়নি। দুই ওপেনার লোকেশ রাহুল ২০ ও শিখর ধাওয়ান ৩ রান করেই সাজঘরে ফিরে যান। তবে তৃতীয় উইকেটে কোহলি ও পান্তের ১০৬ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দিয়ে এগিয়ে যায় সফরকারীরা। ৪৫ বলে ৬টি চারে ৫৯ রান করে ফিরেন অধিনায়ক কোহলি। দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়া পান্ত ৪০ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় করেন ৫৮ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App