×

জাতীয়

দীর্ঘ ২২ দিন পর ঢাকার সাথে উত্তরাঞ্চলের সরাসরি ট্রেন চলাচল শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৯, ০৪:০৯ পিএম

দীর্ঘ ২২ দিন পর ঢাকার সাথে উত্তরাঞ্চলের সরাসরি ট্রেন চলাচল শুরু
দীর্ঘ ২২ দিন পর ঢাকার সাথে উত্তরাঞ্চলের সরাসরি ট্রেন চলাচল শুরু
দীর্ঘ ২২ দিন পর আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি চালিয়ে লালমনিরহাট-কাউনিয়া-গাইবান্ধা-বোনারপাড়া-সান্তাহার রুটে রাজধানী ঢাকার সাথে সরাসরি ট্রেন চলাচল চালু হয়েছে। এর আগে গত ১৭ জুলাই থেকে বন্যার পানির তোড়ে গাইবান্ধার আপ স্টেশন ত্রিমোহিনী-বাদিয়াখালী-বোনারপাড়া পর্যন্ত রেল লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গত ২ আগস্ট শুক্রবার বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ত্রিমোহিনী-বাদিয়াখালী-বোনারপাড়া পর্যন্ত ক্ষতিগ্রস্থ রেল লাইন পরিদর্শন করেন এবং জরুরী ভিত্তিতে রেল লাইন মেরামতের উপর গুরুত্বারোপ করেন। সেসময় গাইবান্ধায় সাংবাদিকদের সম্মুখে ঘোষণা করেছিলেন আসন্ন ঈদুল আযহার পূর্বে ৮ আগষ্ট থেকে যে কোনমূল্যে উত্তরাঞ্চলের সাথে লালমনিরহাট-সান্তাহার রুটে রেল যোগাযোগ পুনঃ স্থাপিত করা হবে বলে জানান। রেল মন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত মেরামত কাজ সম্পন্ন হয় এবং তাঁর ঘোষিত নির্দিষ্ট দিন থেকেই সরাসরি ট্রেন চলাচল পুনঃ স্থাপিত হয়। প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে রেলপথ মেরামত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App