×

খেলা

ছিটকে গেলেন বার্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৯, ০১:১৫ পিএম

ছিটকে গেলেন বার্টি
এ বছরের রজার কাপ বা কানাডিয়ান ওপেনের সবচেয়ে বড় অঘটনের ঘটনার জন্ম দিলেন আমেরিকান টেনিসার সোফিয়া কেনিন। মেয়েদের এককের প্রথম রাউন্ড থেকেই নাম্বার ওয়ান টেনিসার অ্যাশলি বার্টিকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে দেন তিনি। এর আগে আমেরিকান অন্যতম সেরা টেনিসার ভেনাস উইলিয়ামসও অপ্রত্যাশিতভাবে স্পেনের কার্লা সুয়ারেজের বিপক্ষে ৬-৪, ৬-২ সেটে হেরে যান। অন্যদিকে মেয়েদের দ্বৈতে বার্টির পার্টনার সাবেক নাম্বার ওয়ান ভিক্টোরিয়া আজারেঙ্কা জয় পেয়েছেন। তিনি ৬-২, ৬-২ সেটে হারিয়েছেন ইতালির কামিলা জিয়োরগিকে। এ ছাড়া দুই কানাডিয়ান টেনিস সুন্দরী ইগুইনি বাউচার্ড ও বিয়ানকা আন্দারেসকুর জমজমাট লড়াইয়ে শেষ হাসি হেসেছেন বিয়ানকা আন্দারেসকু। বাউচার্ডকে তিনি হারিয়েছেন ৬-৪, ১-৬, ৪-৬ সেটে। অন্যদিকে ছেলেদের এককে জয় পেয়েছেন ইংল্যান্ডের নাম্বার ওয়ান টেনিসার কাইল এডমুন্ড। অস্ট্রেলিয়ান টেনিসার নিক কাইরগিওসকে ৬-৩, ৬-৪ সেটে হারান তিনি। দিনের অপর বিগ ম্যাচে ছেলের দ্বৈতে জয় পেয়েছেন অ্যান্ডি মারে ও ফেলেসিয়ানো জুটি। লুকাস কুবোত ও মার্সেলো মেলো জুটিকে ৬-৭ (৫-৭), ৬-৩, ১১-৩ সেটে হারিয়েছেন তারা। এদিকে মাসখানেক আগে লন্ডনে অনুষ্ঠিত উইম্বলডন ওপেনের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেন বার্টি। উইম্বলডনের শুরু থেকেই ছন্দহীন ছিলেন তিনি। কানাডিয়ান ওপেনে এসেও নিজেদের পুরনো ছন্দে ফিরতে পারলেন না এই অস্ট্রেলিয়ান টেনিসার। এই পরাজয়ের ফলে র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান পজিশন থেকেও ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছেন বার্টি। র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা জাপানের নাওমি ওশাকা দ্বিতীয় রাউন্ডে যদি জার্মানির টাটজানা মারিয়ার বিপক্ষে জয় পান তাহলে তিনি র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসবেন আর বার্টি নেমে যাবেন দুই নম্বরে। তবে নাওমির পাশাপাশি চেক রিপাবলিকের কারোলিনা প্লিসকোভারও রয়েছে র‌্যাঙ্কিংয়ে এক নাম্বারে উঠে আসার সুযোগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App