×

সাময়িকী

অমরতার প্রত্যাশা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৯, ০৪:২৯ পিএম

অমরতার প্রত্যাশা
অবশেষে খুঁজে পেয়েছি আসল ঠিকানা, এই ঠিকানায় পুরস্কার-শাস্তি থাকে এই ঠিকানা ছাদহীন-মায়াহীন-আনন্দঘন এখানেই থাকতে হবে চিরকাল এই ঠিকানা অন্তরীণ এখানে শক্তি থাকে না, জ্ঞান উধাও হয় সীমাহীন। আসল ঠিকানায় শুয়ে থেকে সবুজ তৃণভূমি পেরিয়ে দৃষ্টিপাত করি এই ঠিকানায় তড়িতে শীতল সন্ধ্যা নামে সন্ধ্যা সমীরণ বহে শিরশির করে দেহ-মন ভয়-ভীতিতে মন করে আনচান। অনুভ‚ত হলো জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা বিলোপ হয়েছে আমার। অনুভ‚ত হলো জীবন সকল কিছুর চাইতে প্রিয়তর। দৃষ্টি মেলি জীবনের পানে গভীর স্বপ্নভঙ্গ, স্বপ্নগুলো ভেঙে চুরমার হয় অমরতা খুঁজি-অন্বেষণ করি সুখসুধা অমরতা থাকে অনন্তজগতে অমরতা থাকে গভীর, অতি গভীরে! অতঃপর খুঁজে পেয়েছি আমার আসল ঠিকানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App