×

অর্থনীতি

অনলাইনে পশুর হাটের পরিধি বাড়ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৯, ০৩:৩৭ পিএম

অনলাইনে পশুর হাটের পরিধি বাড়ছে
কুরবানির ঈদের আগে বিভিন্ন হাটে সকাল থেকে বিকেল, সন্ধ্যা থেকে সারারাত ঘুরে ঘেমেনেয়ে একশা হয়ে পছন্দের গরু কেনা এবং দড়ি ধরে গরু নিয়ে বাসায় ফেরা এখন নিয়মিত দৃশ্য। ধুলাবালি গায়ে মেখে ক্লান্ত পায়ে গরুর সামনে-পেছনে কখনো হেঁটে, কখনো দৌড়ে বাড়ি ফেরার সময় কৌতূহলী মানুষের ‘দাম কত’ বা ‘কত হলো’ প্রশ্নের উত্তর দেয়াও বড় আনন্দের। এসবের ফাঁকে কবে যেন ডিজিটাল দুনিয়ায়ও কুরবানির হাট বসে গেছে। এই হাটে কোনো ঝক্কিঝামেলা নেই। মোবাইলে বা কম্পিউটারে গরু দেখে, পছন্দ করে অর্ডার করলেই হলো। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে কুরবানির পশু বাড়ি পৌঁছে দেবে। দাম মেটানোর জন্যও রয়েছে বিভিন্ন মাধ্যম। ডেবিট কার্ড, বিভিন্ন পেমেন্ট মাধ্যমে (মোবাইল ব্যাংকিং) দাম পরিশোধ করা যাচ্ছে। এ ছাড়া রয়েছে ক্যাশ অন ডেলিভারি বা হাতে বুঝে পেয়ে দাম পরিশোধের ব্যবস্থা। এসব ব্যবস্থার কারণে কুরবানির ডিজিটাল হাট এরই মধ্যে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। অনলাইনে কুরবানির পশুর হাট দিন দিন বড় হচ্ছে, জনপ্রিয়তাও বাড়ছে। কুরবানির হাটের পশুর তালিকায় শীর্ষে রয়েছে গরু। এই হাটের বয়স প্রায় অর্ধযুগ হয়ে গেলেও নেই কোনো পরিসংখ্যান। বছরে কত পশু বিক্রি হয়, অনলাইনে হাটের সংখ্যা কত, কতজন খামারি এই হাটে গরু দিচ্ছেন, কতগুলো খামার অনলাইনে গরু বিক্রি করছে- এসব তথ্য পাওয়া গেল না কারো কাছে। তবে এ খাতের সংশ্লিষ্টরা স্বীকার করেছেন, এই হাটের পরিসর আগের চেয়ে বেড়েছে, বেড়েছে জনপ্রিয়তাও। ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি অনেক খামারি, ফার্ম বিশেষ করে ফেসবুকে পেজ খুলে গরু বিক্রির তথ্য প্রকাশ করছে, বিজ্ঞাপনও দিচ্ছে। অনেক ওয়েবসাইটে রীতিমতো বিজ্ঞাপনও প্রকাশ করা হয়েছে। এসব বিষয়ে জানতে চাইলে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাধারণ সম্পাদক আবদুল ওহায়েদ তমাল বলেন, এটা ঠিক যে অনলাইনে কুরবানির পশুর হাট বড় হচ্ছে। তবে গরুই বেশি। তিনি জানান, এখনো ডিজিটাল হাট সেভাবে জমে ওঠেনি। ঈদের একদিন বা দুই দিন আগে একটা সামগ্রিক চিত্র তুলে ধরা যাবে। কারণ হিসেবে তিনি বলেন, যেহেতু গরু বাসায় পৌঁছে দেয়ার একটা ব্যাপার আছে, তাই অনলাইনের হাট প্রচলিত হাটের আগেই শেষ হয়ে যায়। অনেক প্রতিষ্ঠান বেশি সময় ধরে হাট চালিয়ে নেয়, স্টক থাকা সাপেক্ষে। তিনি মনে করেন, অনলাইনের হাটের অনেক সুবিধা। ওজন, রং দেখে অনেক গরু থেকে পছন্দেরটা বেছে নেয়ার সুযোগ থাকছে। বয়স্কদের পক্ষে ভিড় ঠেলে হাটে যাওয়া সম্ভব নয়। ফলে এই হাট গ্রাহকদের ‘কমফোর্ট’ দিয়েছে। তিনি বলেন, দেশের বাইরে থেকে প্রচুর গরুর ফরমায়েশ আসছে। যারা ঈদে দেশে আসতে পারেন না কিন্তু কুরবানি করতে চান, তারা অনলাইন থেকে গরু কিনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে পরিবার বা আত্মীয়স্বজনের কাছে পৌঁছে দেন। প্রতিষ্ঠানগুলোর হোম ডেলিভারি দেয়ায় অনেকেই এই সুযোগটা নিয়ে থাকে। অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম পশু বিক্রি শুরু করে ২০১৫ সালে। প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান ঈশিতা শারমিন বলেন, আমরা ৫ বছর ধরে অনলাইনে কুরবানির পশু বিক্রি করছি। ক্রেতাদের সাড়া প্রতিবছরই বাড়ছে। এবার ১০ হাজারের বেশি কুরবানির পশু বিক্রির বিজ্ঞাপন রয়েছে সাইটে। তিনি জানান, এ ছাড়া বিরাট হাট নামের একটি প্রতিযোগিতার আয়োজন রয়েছে সাইটে। জানা গেছে, ই-কমার্স প্রতিষ্ঠান ‘দারাজ’ও পশুর হাটের আয়োজন করেছে। দারাজের অনলাইন হাটে রয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জের নারী উদ্যোক্তাদের গরু। গরুর বিশেষত্ব হচ্ছে অর্গানিক খাবার খাওয়ানো হয়েছে। লালন-পালন করা হয়েছে বাসাবাড়িতে। ই-কমার্স প্ল্যাটফর্ম প্রিয়শপ ডটকম আয়োজন করেছে ঈদ ফেস্ট। ঈদুল আজহা উপলক্ষে এই ফেস্টে বিভিন্ন পণ্যের পাশাপাশি কেনা যাবে কুরবানির গরু। পাওয়া যাবে ফ্রি ডেলিভারি। অনলাইনে আরো হাটের মধ্যে রয়েছে বেঙ্গলমিট, আমেরিকান ডেইরি, দেশি মিট, আমার দেশ আমার গ্রামের মতো প্রতিষ্ঠান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App