×

জাতীয়

হাসপাতালে বাড়ছে ভিড় বেড়ে চলেছে মৃত্যুও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৯, ১১:৩৭ এএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ সংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুর ঘটনাও ঘটেছে একদিনে সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এন্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৪৮ জন। ঢাকার বাইরে এ সময়ে আক্রন্ত হয়েছেন ১ হাজার ৬৪ জন। গতকাল দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৯ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের। তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা শতাধিক। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এন্ড কন্ট্রোল রুম থেকে গতকাল মঙ্গলবার পাঠানো তথ্য অনুযায়ী, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৯১২ জন। হাসপাতালে ভর্তি আছেন ৭ হাজার ৯৬৮ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি গেছে ২১ হাজার ৯২১ জন। তথ্য অনুযায়ী, আগস্ট মাসের ছয় দিনে মৃত্যু হয়েছে ৩ জনের। আক্রান্ত হয়েছেন ১১ হজার ৪৫১ জন। জুলাইয়ে ১৬ হাজার ২৫৩ জন আক্রান্ত এবং ১৫ জনের মৃত্যু, জুনে ১ হাজার ৮৮৪ জন আক্রান্ত এবং ৩ জনের মৃত্যু, মে মাসে ১৯৩ জন আক্রান্ত, এপ্রিলে ৫৮ জন আক্রন্ত এবং ২ জনের মৃত্যু হয়েছে। ঢাকার বাইরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৪ জন। মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৭১০, বর্তমানে ভর্তি আছেন ২ হাজার ৮৩২ জন। বিভাগ অনুযায়ী এই সংখ্যা হলো ঢাকা বিভাগে (ঢাকা শহর ছাড়া) ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৭৩ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৬ জন। বর্তমানে ভর্তি আছেন ৫৪০ জন। চট্টগ্রামে এ সংখ্যা যথাক্রমে ২৩১, ১ হাজার ৫৬১ ও ৬২০; খুলনায় ১৬৪, ১ হাজার ১২৪ ও ৪৭৩; বরিশালে ১২৪, ৬৮৯ ও ৩১৬; রাজশাহীতে ১০৬, ৮৭৯ ও ৩২৯; ময়মনসিংহে ৬৮, ৬৫০ ও ২৩৬; রংপুরে ৬৬, ৪৬২ ও ২২৭ এবং সিলেটে ৩২, ৩০৯ ও ৯১। ৯ জনের মৃত্যু : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফরিদপুরের হাবিবুর রহমান (২১), মানিকগঞ্জের শিবালয় উপজেলার আমজাদ মণ্ডল (৫২), চাঁদপুরের হাজীগঞ্জের আহমেদপুরের মনোয়ারা বেগমের (৭২) মৃত্যু হয়। ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান ইতালি প্রবাসী হাফসা লিপি (৩৪)। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রবিউল ইসলাম (১৭), ঢাকার ধানমন্ডি জেনারেল এন্ড কিডনি হাসপাতালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় অক্সফোর্ড কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী মদিনা আক্তার, মুগদা হাসপাতালে সবুজবাগ মাদারটেকের আবদুল্লাহ আল মামুন (৭), সোমবার মধ্য রাতে ঢামেক হাসপাতালে হানিফ (৪২), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রিহানার (৩) মৃত্যু হয়। জ্বরের রোগীদের ৩০ শতাংশই ডেঙ্গুতে আক্রান্ত : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রতিদিন জ্বরে আক্রান্ত ৩০০ রোগী সেবা নিতে আসছেন। জ্বরে আক্রান্তদের মধ্যে ৩০ শতাংশেরই ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছে ৪৩ জন। বর্তমানে ভর্তি আছেন ১৪৫ ডেঙ্গু রোগী। চলতি মৌসুমে বহির্বিভাগে সেবা নিয়েছেন ৪ হাজার ৯৪০ ডেঙ্গু রোগী। গতকাল মঙ্গলবার বিএসএমএমইউর ডেঙ্গু চিকিৎসাসেবা সেলের কার্যক্রম পরিদর্শন করেন আওয়ামী লীগের ডেঙ্গু মনিটরিং সেলের সদস্যরা। মনিটরিং সেলের আহ্বায়ক বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, বিএমএর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। ঢামেকের আইসিইউতে বেড়েছে ৫০ বেড : ডেঙ্গু আক্রান্ত সংকটাপন্ন রোগীদের চিকিৎসার ব্যবস্থা করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) বেড সংখ্যা বাড়ানো হয়েছে। আইসিইউতে নতুন করে যুক্ত হচ্ছে ৫০টি বেড। এই হাসপাতালে বর্তমানে আইসিইউতে ৬২টি বেড রয়েছে, যার মধ্যে ৩০টি নবজাতকদের জন্য। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এক সভায় এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু মোকাবেলায় কাজ হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী : গতকাল এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ডেঙ্গু মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সবাই মিলে আমরা কাজ করছি। আমরা ডেঙ্গুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছি। যদি আরো বেশি লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়, তাহলে নতুন নতুন হাসপাতালের ব্যবস্থা রেখেছি। এখানে ওষুধের অভাব নেই। চিকিৎসকেরও অভাব নেই। ঈদের ছুটিতে ডেঙ্গু মোকাবেলায় বিশেষ পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের : ঈদের ছুটিতে ঢাকা ছাড়বেন অসংখ্য মানুষ। এতে ডেঙ্গু আরো বেশি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। ছুটিতে যারা ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাবেন এ সময় তারা কী করবেন আর কী করবেন না, সে বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিটিআরসির মাধ্যমে এসএমএস করে সবাইকে করণীয় বিষয়টি জানিয়ে দেয়া হবে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ডেঙ্গু মোকাবেলায় আয়োজিত নিয়মিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। এ ছাড়া সভায় ওই সময় ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে কমিউনিটি ক্লিনিকগুলোতে সার্বক্ষণিক সেবা চালু রাখতে প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক নিশ্চিত করতে এবং দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে হেল্পডেস্ক খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App