×

খেলা

হাথুরুকে সরিয়ে দিল শ্রীলঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৯, ০২:৫৮ পিএম

বেশ কয়েকদিন দিন ধরে ক্রিকেট বিশ্বের অন্যতম আলোচিত খবর শ্রীলঙ্কা জাতীয় দলের কোচের দায়িত্ব হারাতে যাচ্ছেন চন্দিকা হাথুরুসিংহে। যে কোনো সময় দায়িত্ব থেকে অব্যাহতি মিলবে জেনেই বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে দিমুথ করুনারত্নের দলকে কোচিং করিয়েছেন তিনি। ওই সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করে লঙ্কানরা। ফলে চাকরি বাঁচানোর সম্ভাবনা তৈরি হয়েছিল হাথুরুর সামনে। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হলো না। শ্রীলঙ্কা জাতীয় দলের কোচের দায়িত্ব হারিয়েছেন তিনি। হাথুরুসিংহের জায়গায় ইতোমধ্যে একজন অন্তর্বর্তীকালীন কোচও নিয়োগ দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে লঙ্কান জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন জোরোমে জয়ারতে্। তিনি এক সময় লঙ্কানদের সাবেক প্রধান কোচ ছিলেন। এ ছাড়া বর্তমানে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর দায়িত্বে নিয়োজিত আছেন জয়ারত্নে। প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিপক্ষে ২ টেস্ট ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এরপরই পূর্ণ মেয়াদের কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এদিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলেও চন্দিকা হাথুরুসিংহেকে এখনো অফিসিয়ালি বিদায় জানায়নি লঙ্কান ক্রিকেট বোর্ড। আপাতত তার সঙ্গে চুক্তি স্থগিত করার কথা বলা হয়েছে বোর্ডের পক্ষ থেকে। দেশটির ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দোর নির্দেশ মোতাবেক হাথুরুসিংহের সাফল্য-ব্যর্থতা বিবেচনা করেই চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহান ডি সিলভা গতকাল সাংবাদিকদের বলেন, আমরা হাথুরুসিংহের সঙ্গে চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। তার জায়গায় নিউজিল্যান্ড সিরিজে কোচের দায়িত্ব পালন করবেন জেরোমে জয়ারত্নে। হাথুরু কখনোই কারো কাজের জন্য জবাবদিহি করতে রাজি নয়। তাই আমরা তার সঙ্গে চুক্তি স্থগিত করেছি। আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App