×

জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৯, ০৩:৫৬ পিএম

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ
পদ্মা নদীতে তীব্র স্রোত ও বৈরী আবহাওয়ার কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১৯টি ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া সকাল থেকেই বন্ধ রয়েছে লঞ্চ ও সি-বোট চলাচল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম বলেন, মঙ্গলবার (৬ আগস্ট) ভোর থেকেই ফেরি চলাচল ব্যহত হচ্ছে নৌরুটে। কয়েক দফা ফেরি বন্ধ আবার চালু হয়। শিমুলিয়া ঘাট এলাকায় এখন পারের অপেক্ষায় রয়েছে সাত শতাধিক গাড়ি। সকাল থেকেই বৈরী আবহাওয়া আর নদীতে প্রচণ্ড স্রোত আর বাতাসের কারণে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেনা ফেরিগুলো। এরকম পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ১৯টি ফেরি বন্ধ রাখা হয়েছে। এছাড়া তীব্র ঢেউয়ের কারণে ২, ৩, ৪ নম্বর ফেরিঘাটের পন্টুন নির্দিষ্ট স্থান থেকে সরে গেছে। বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান বলেন, সকাল থেকেই শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে লঞ্চ ও সি-বোট চলাচল বন্ধ। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত লঞ্চ চলাচল শুরু হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App