×

বিনোদন

ব্রিটিশ কাউন্সিলের ‘আলেয়া টুইস্ট’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৯, ০২:১০ পিএম

ব্রিটিশ কাউন্সিলের ‘আলেয়া টুইস্ট’
ইংলিশ এন্ড ডিজিটাল ফর গার্লস এডুকেশন (এজ) ক্লাবস অব টাঙ্গাইল এবং ব্র্যাকের সহায়তায় ব্রিটিশ কাউন্সিল সাংস্কৃতিক কেন্দ্র এবং কমলা কালেক্টিভের অংশীদারিত্বে আজ ৭ আগস্ট বাংলাদেশে নিয়ে আসছে থিয়েটার প্রোডাকশন আলেয়া টুইস্ট। চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট প্রথম ইংরেজি উপন্যাস, যেখানে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সমাজের আচরণ নিয়ে আলোচনা করা হয়েছে। এই প্রকল্পটি রূপান্তর করেছেন লিজা গাজী এবং এটি পরিচালনা করবেন ফিলিজ ওজকান। দুজনই কমলা কালেক্টিভের যুগ্ম আর্টিস্টিক ডিরেক্টর। ঢাকায় একাধিক শোসহ তিনটি থিয়েটার শোয়ের মাধ্যমে তিন সপ্তাহের এই প্রকল্পটি শেষ হবে। ঢাকার শিল্পকলা অ্যাকাডেমির এক্সপেরিমেন্টাল হলে আজ ৭ আগস্ট সন্ধ্যা ৭টায় নাটকের একটি শো অনুষ্ঠিত হবে যা সবার জন্য উন্মুক্ত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App