×

অর্থনীতি

ব্যাংকের মূলধনের সঙ্গে মুনাফাবেড়েছে সাড়ে ৭০০ কোটি টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৯, ০৪:১৪ পিএম

ব্যাংকের মূলধনের সঙ্গে মুনাফাবেড়েছে সাড়ে ৭০০ কোটি টাকা
আগের বছর থেকে ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের পরিশোধিত মূলধন বেড়েছে প্রায় ২ হাজার ২০০ হাজার কোটি টাকা বা ৮ শতাংশ। একই সঙ্গে ব্যাংকগুলোর আগের বছরের তুলনায় ২০১৯ সালের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) ব্যবসায় নিট মুনাফা বেড়েছে প্রায় সাড়ে ৭০০ কোটি টাকা বা ২৭ শতাংশ। ব্যাংকগুলোর ২০১৯ সালের প্রথমার্ধের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। ২০১৮ সালে তালিকাভুক্ত ব্যাংকগুলোর পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল ২৭ হাজার ৮৬০ কোটি ১৫ লাখ টাকা, যা চলতি বছরে ঘোষিত বোনাস শেয়ারে বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৯৬ কোটি ৯৮ লাখ টাকা। এ হিসাবে মূলধন বেড়েছে ২ হাজার ২৩৬ কোটি ৮৩ লাখ টাকা বা ৮ শতাংশ। অন্যদিকে ব্যাংকগুলোর মূলধনের পাশাপাশি আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে নিট মুনাফা বেড়েছে ৭৪৬ কোটি ৪৪ লাখ টাকা বা ২৭ শতাংশ। ব্যাংকগুলোর চলতি বছরের প্রথমার্ধের ব্যবসায় ৩ হাজার ৫৩৮ কোটি ৯১ লাখ টাকা নিট মুনাফা হয়েছে। যার পরিমাণ ২০১৮ সালের প্রথমার্ধে হয়েছিল ২ হাজার ৭৯২ কোটি ৪৭ লাখ টাকা। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী জানিয়েছেন, অনেক খেলাপি ঋণ আদায়ের কারণে চলতি বছরের প্রথমার্ধে অধিকাংশ ব্যাংকের মুনাফা বেড়েছে। এ ছাড়া ব্যাংকগুলো এখন অনেক কমপ্লায়েন্ট ও বাংলাদেশ ব্যাংকের সব নির্দেশনা মেনে চলে। সাবেক তত্ত¡াবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ব্যাংকগুলোর মুনাফায় এই উত্থান কীভাবে হয়েছে, সেটা আমার কাছে বোধগম্য নয়। কারণ একদিকে ব্যাংকগুলো বলছে তাদের তারল্য সংকট ও খেলাপি ঋণের মাত্রা বেড়েছে। অন্যদিকে মুনাফা বাড়ছে। এখন দেখার বিষয় প্রভিশনিং ঘাটতি ও ট্যাক্স কম দেখানো হয়েছে কিনা। এ অবস্থায় বিনিয়োগকারীদের শুধু মুনাফা না দেখে, অন্যান্য সূচক (ইন্ডিকেটর) যাছাই করে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে খেলাপি ঋণের পরিমাণ ও প্রভিশনিং ঘাটতি আছে কিনা, তা দেখতে হবে। শুধু একটি ইন্ডিকেটর দেখে বিনিয়োগে যাওয়া উচিত নয়। দেখা গেছে, আগের বছরের একই সময়ের তুলনায় ২০১৯ সালের প্রথমার্ধে ২৫টি বা ৮৩.৩৩ শতাংশ ব্যাংকের নিট মুনাফা বেড়েছে। আর ১টি বা ৩.৩৩ শতাংশ ব্যাংকের লোকসান কমেছে। বাকি ৪টি বা ১৩.৩৩ শতাংশ ব্যাংকের মুনাফা কমেছে। তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩৩০ কোটি ৫ লাখ টাকা মুনাফা হয়েছে ইসলামী ব্যাংকের। এরপর ২৬০ কোটি ৯৯ লাখ টাকা নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠেছে সাউথ ইস্ট ব্যাংক। তৃতীয় সর্বোচ্চ ২৫৩ কোটি ৪৩ লাখ টাকা মুনাফা হয়েছে ব্র্যাক ব্যাংকের। চলতি বছরের প্রথমার্ধে একমাত্র আইসিবি ইসলামিক ব্যাংক লোকসান করে সবার তলানিতে রয়েছে। ব্যাংকটির ১৯ কোটি ৪৪ লাখ টাকা লোকসান হয়েছে। এরপর সবচেয়ে কম মুনাফা হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের। এ সময় ব্যাংকটির ৮ কোটি ২৩ লাখ টাকা মুনাফা হয়েছে। আর ১০ কোটি ৫২ লাখ টাকা নিয়ে দ্বিতীয় সর্বনিম্ন রূপালি ব্যাংকের ও ১১ কোটি ৩৭ লাখ টাকা নিয়ে তৃতীয় সর্বনিম্ন মুনাফা হয়েছে এবি ব্যাংকের। তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংকের সবচেয়ে বেশি পরিশোধিত মূলধন রয়েছে। ব্যাংকটির ২ হাজার ৯২০ কোটি ৪০ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৬১০ কোটি টাকার পরিশোধিত মূলধন রয়েছে ইসলামী ব্যাংকের। আর ১ হাজার ৪৭২ কোটি ৬১ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। বর্তমানে ১২টি ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার কোটি টাকার ওপরে রয়েছে। ব্যাংকগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, প্রাইম ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক ও ব্যাংক এশিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App