×

খেলা

ইংল্যান্ড মাতাচ্ছেন সাকিব-তামিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৯, ০২:২৪ পিএম

ইংল্যান্ড মাতাচ্ছেন সাকিব-তামিম
সাকিব আল হাসান ও তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় দলের অবিচ্ছেদ্য দুই সদস্য। এই দুজনকে ছাড়া বাংলাদেশ দল যেন কল্পনাই করা যায় না। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ দলের জার্সিতে খেলছেন তারা। জাতীয় দলের সাকিব-তামিম দ্বাদশ বিশ্বকাপ মিশন শেষ করে অনেক আগেই দেশে ফিরেছেন। তাই ওপরের শিরোনাম দেখে পাঠকরা স্বাভাবিকভাবেই চমকে উঠতে পারেন! কারণ তামিম-সাকিব তো ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপ শেষ করে চার সপ্তাহ আগেই দেশে ফিরেছেন। তাহলে এখন ইংল্যান্ড মাতাচ্ছেন কোন সাকিব-তামিম এমন প্রশ্ন জাগতে পারে সবার মনে। এরা হলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাকিব-তামিম। একজনের পুরো নাম তানজিম হাসান সাকিব। আরেকজনের পুরো নাম তানজিদ হাসান তামিম। ইংল্যান্ডে এখন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যেখানে বাংলাদেশ ও ইংল্যান্ড ছাড়া তৃতীয় দলটি হলো ভারত। এই সিরিজে ইতোমধ্যেই ফাইনালে অংশগ্রহণ নিশ্চিত করেছেন বাংলাদেশের যুবারা। তাও ২ ম্যাচ হাতে রেখেই। ফাইনাল ম্যাচটি হবে আগামী ১১ আগস্ট। টাইগার যুবাদের ফাইনালে উঠার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে জুনিয়র সাকিব ও তামিমের। তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিমের নাম দেখে মনে হতে পারে তারা দুই ভাই। আসলে কিন্তু তা নয়। তবে তাদের মধ্যে একটা জায়গায় মিল রয়েছে। কৈশোরে ক্রিকেটীয় প্রতিভা দেখেই দুজনের নামের শেষে শখ করে দেশের দুই সেরা ক্রিকেটারের নাম জুড়ে দেন তাদের বাবা-মা। ভাই না হলেও দুজনের মধ্যে রয়েছে ভালো বন্ধুত্ব। কারণ বয়সভিত্তিক দলে অনেক দিন ধরেই একসঙ্গে খেলছেন তারা। বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের সঙ্গে দারুণ মিল রয়েছে তানজিদ হাসান তামিমের। কারণ তিনিও দলের হয়ে ইনিংস ওপেন করেন। আর জুনিয়র সাকিব ঝলক দেখান বোলিংয়ে। তিনি ডানহাতি পেসার। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও খারাপ করেন না। ইংল্যান্ডের মাটিতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ৬ ম্যাচে ২১৭ রান করেছেন তানজিদ হাসান তামিম। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি আছেন চার নম্বরে। এই সিরিজে তিনি খেলেছেন ১১৭ রানের নজরকাড়া এক ইনিংস। ইতোমধ্যেই সিনিয়র তামিমের একটি রেকর্ড ভেঙেছেন অনূর্ধ্ব-১৯ দলের এই ব্যাটসম্যান। এর আগে বয়সভিত্তিক ক্রিকেটে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশের তিন ক্রিকেটারের সেঞ্চুরির কীর্তি ছিল। আর সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানরা হলেন- তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত ও লিটন দাস। চলমান ত্রিদেশীয় সিরিজে তাদের পাশে নাম লেখালেন তানজিদ হাসান তামিম। এ ক্ষেত্রে অতীতে সর্বোচ্চ ১১২ রানের ইনিংসটি ছিল তামিম ইকবালের। ২০০৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এক ত্রিদেশীয় সিরিজে ১১২ রানের ইনিংসটি খেলেছিলেন তখনকার ১৬ বছর বয়সী তামিম। সেটা টপকে এবার জুনিয়র তামিম আলাদাভাবে খেললেন ১১৭ রানের ইনিংস। এদিকে জুনিয়র সাকিব রেকর্ড গড়তে না পারলেও বল হাতে নিজের দায়িত্বটা পালন করে যাচ্ছেন বেশ ভালোভাবেই। ইংল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি এখন তিনি। ৫ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। এর মধ্যে একটি ম্যাচে ৪৯ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। যা ত্রিদেশীয় এই সিরিজে তার সেরা বোলিং ফিগার। জুনিয়র সাকিব-তামিমের উত্থান বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ ইতিবাচক এক বার্তা। দুর্দান্ত পারফরমেন্সের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখতে পারলে তানজিম ও তানজিদই হয়ে উঠবেন পরবর্তী সাকিব-তামিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App