সিরাজগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত ১৭৮

আগের সংবাদ

সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন

পরের সংবাদ

বাড়ি ফেরার উৎসব শুরু

প্রকাশিত: আগস্ট ৭, ২০১৯ , ১:১৪ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৭, ২০১৯ , ১:১৮ অপরাহ্ণ

শুরু হয়েছে বাড়ি ফেরার উৎসব। ট্রেন ও বাসে ঘরমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে আজ বুধবার থেকে। প্রথম দিনেই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখী যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। ট্রেনগুলোর সময়সূচি মোটামুটি ঠিক থাকায় যাত্রীদের তেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে না।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিক্রি করা অগ্রিম টিকিটের যাত্রা শুরুর প্রথম দিনে বুধবার আন্তনগর ট্রেনগুলোতে ভিড় থাকলেও তা উপচে পড়া ছিল না।

গত ২৯ জুলাই যারা ট্রেন ও বাসের আগাম টিকিট ক্রয় করেছেন, তারাই বুধবার প্রথম বাড়ি ফেরা শুরু করেছেন। মূলত বুধবার থেকে রেল-বাসের ঈদসেবা শুরু হলো। অবশ্য সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মঙ্গলবার দিনগত রাত থেকেই বিভিন্ন গন্তব্যের লঞ্চ ছেড়ে গেছে। বুধবার ভোরেও অনেক লঞ্চ ঘাট ছেড়ে গেছে।

বুধবার কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে তিনটি ঈদ স্পেশালসহ মোট ৩৭টি আন্তঃনগর ট্রেন। যেগুলোতে মোট আসন সংখ্যা ২৭ হাজার ৮৮৫টি।

রাজধানীর শ্যামলী, কল্যাণপুর ও গাবতলীর বিভিন্ন বাস কাউন্টারে গিয়ে দেখা যায়, পরিবার-পরিজন নিয়ে বাসের অপেক্ষা করছেন অনেকে। কেউ কেউ করছেন টিকিটের খোঁজ। উত্তরবঙ্গে বাস চলাচলে এবার তেমন ঝক্কি নেই। সময়মতো বাস আসছে। দক্ষিণবঙ্গের বাসগুলোকে ফেরিঘাটে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়