×

জাতীয়

ডিএমপি কমিশনার পদে কে আসছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০১৯, ১২:৫৩ পিএম

ডিএমপি কমিশনার পদে কে আসছেন
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার পদটি শূন্য হতে যাচ্ছে চলতি মাসেই। আগামী ১৩ আগস্ট অবসরে যাচ্ছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। নতুন করে কে এই পদে আসছেন এ নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ ও আলোচনা। অনেক পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লবিং করছেন। অবসর নিতে যাওয়া অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা আছাদুজ্জামান মিয়া ৪ বছর ধরে ডিএমপি কমিশনারের দায়িত্বে রয়েছেন। ডিএমপি কর্মকর্তারা জানান, অবসরে যাওয়ার আগের কয়েকটি দিন বিদায়ী নানা কর্মসূচিতে ব্যস্ত থাকবেন গুলশান হামলাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘটনার সময় রাজধানীতে পুলিশের মূল দায়িত্বে থাকা এই কর্মকর্তা। ১৯৬০ সালের ১৪ আগস্ট ফরিদপুরের আলফাডাঙ্গায় জন্ম নেয়া আছাদুজ্জামান ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। সিলেট, সুনামগঞ্জ, পাবনা, টাঙ্গাইলসহ বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলা ও রেঞ্জে দায়িত্ব পালনের পর হাইওয়ে পুলিশের ডিআইজিও হয়েছিলেন তিনি। তিনি ২০১৫ সালের ৭ জানুয়ারি ডিএমপি কমিশনার পদে যোগ দেন। এদিকে ডিএমপি সদর দপ্তরের কর্মকর্তারা বলছেন, কে হচ্ছেন পরবর্তী ডিএমপি কমিশনার তা নিয়ে সবার মধ্যে আগ্রহ রয়েছে। ইতোমধ্যে আলোচনায় যেসব কর্মকর্তার নাম শোনা যাচ্ছে, সবার নজরও এখন তাদের দিকে। কমিশনার হিসেবে আলোচনায় এসেছে পুলিশের বিশেষ শাখা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান শফিকুল ইসলামের নাম। তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি। ক্লিন ইমেজের অফিসার হিসেবে তার আলাদা সুনাম আছে সরকারের কাছে। ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে তিনি রেঞ্জের সব জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন। সরকারের সর্বোচ্চ পর্যায়ে তার সততা তথা ক্লিন ইমেজ বিবেচনায় তাকে এ পদে নিয়োগ দেয়া হতে পারে। আলোচনায় আরো আছে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপির (চলতি) দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গত ১৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকা রেঞ্জের ডিআইজির দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্বে পদায়ন করা হয়। এ ছাড়া আলোচনায় আছে অতিরিক্ত আইজিপি (চলতি) মিরপুর পুলিশ স্টাফ কলেজের রেক্টর শেখ মুহাম্মদ মারুফ হাসান। গত ৬ মে কঙ্গোতে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন মিরপুর পুলিশ স্টাফ কলেজের তৎকালীন রেক্টর (অতিরিক্ত মহাপরিদর্শক) রৌশন আরা বেগম। এতে প্রতিষ্ঠানটির রেক্টরের পদটি শূন্য হয়। ওই পদে স্থলাভিষিক্ত হন নৌপুলিশের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। শেখ মুহাম্মদ মারুফ হাসান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি ও সর্বশেষ নৌপুলিশের ডিআইজির দায়িত্ব পালন করেন। তবে পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, স্বাভাবিক নিয়মেই ডিএমপি কমিশনার নিয়োগ দেয়া হবে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App