×

খেলা

জয় তুলে নিল অস্ট্রেলিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০১৯, ০১:২৬ পিএম

জয় তুলে নিল অস্ট্রেলিয়া
ক্রিকেটের আসল সৌন্দর্য টেস্ট ম্যাচ। এ কথাটি আবার প্রমাণ হলো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে হওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে। সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দলের এক স্মিথ ছাড়া সবাই ব্যর্থ ছিলেন। তখন মনে হয়েছিল ইংল্যান্ড সহজেই জিততে যাচ্ছে এ বছরের অ্যাশেজের প্রথম ম্যাচ। কিন্তু এ যে অস্ট্রেলিয়া, বহুবার ঘুরে দাঁড়ানোর অতীত ইতিহাস রয়েছে দলটির। তারই পুনরাবৃত্তি করে দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় অজিরা। চতুর্থ দিনের প্রায় শেষ সময় পর্যন্ত ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৪৮৭ রান করে ফেলেন তারা। এরপর ইনিংস ঘোষণা করেন অজি দলপতি টিম পেইন। আর এরই মধ্যে ইংলিশদের সামনে দাঁড় হয়ে যায় ৩৯৮ রানের পাহাড়সম টার্গেট। সেই টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ফলে ২৫১ রানের জয় পায় অজিরা। এর আগে চতুর্থ দিনের বাকি সময়টা কোনোমতে পার করে দেয় দুই ইংলিশ ব্যাটসম্যান ররি বার্নস ও জেসন রয়। কিন্তু পঞ্চম দিনের শুরু থেকেই ইংলিশ ব্যাটসম্যানদের নাজেহাল করে দেন অজি বোলাররা। দলীয় ১৯ রানের মাথায় প্যাট কামিন্সের আগুনের গোলার কাছে আত্মসমর্পণ করেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ররি বার্নস। এরপর তার সঙ্গে যোগ দেন স্পিন স্পেশালিস্ট নাথান লায়ন। তিনি একে একে তুলে নেন জেসন রয়, জো রুট ও জো ডেনলির উইকেট। কামিন্সের স্পিডি পেস বোলিং আর লায়নের স্পিন ঘূর্ণিতে ৮৫ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। এরপর দলের রানের খাতায় আরো ১০ রান যোগ হতে না হতেই আরো দুটি উইকেট হারায় জো রুটের দল। মাত্র ৯৭ রানেই সাত উইকেট হারিয়ে বিশাল চাপে পড়ে যায় ওয়ানডে বিশ^কাপজয়ীরা। এরপর মইন আলি ও ক্রিস ওকস মিলে চাপ সামাল দেয়ার চেষ্টা করেন। মইন আলি হয়তো ম্যাচ ড্র করার পরিকল্পনা করে নেমেছিলেন তাই বড় শট খেলার কোনো প্রকার আগ্রহ তার মধ্যে লক্ষ্য করা যায়নি। কিন্তু অস্ট্রেলিয়ার বোলার নাথান লায়ন যে তার থেকেও বড় পরিকল্পনা করে বোলিং করতে নেমেছিলেন। তার স্পিনের কাছে পরাস্ত হয়ে স্লিপে ক্যাচ তুলে দেন মইন। এরপর ব্রডকেও ফেরান নাথান লায়ন। ম্যাচটিতে নাথান একাই তুলে নিয়েছেন ৬ উইকেট। এই উইকেটগুলো তুলে নিতে তিনি ১৯ ওভার বল করে মাত্র ৪৪ রান খরচ করেছেন। পেসার প্যাট কামিন্স পেয়েছেন ৪টি উইকেট। আর এই ম্যাচে জয় পাওয়ার ফলে প্রথম দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের জয়ের খাতায় নাম লেখাল অজিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App