×

খেলা

কঠিন সমস্যায় সাইফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০১৯, ১২:৫৭ পিএম

কঠিন সমস্যায় সাইফ
চোট নিয়েই দ্বাদশ বিশ^কাপে খেলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন সেনসেশন মোহাম্মদ সাইফউদ্দিন। আর একই কারণেই শেষ মুহূর্তে শ্রীলঙ্কা সফরের দল থেকে ছিটকে পড়েন তরুণ এই অলরাউন্ডার। দুই সপ্তাহ আগে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী তিনটি উপায়ে সাইফের চিকিৎসার কথা বলেছিলেন। সাইফের যে চোট তা সারাতে অস্ত্রোপচার কোনো কাজে আসবে না। আবার ইনজেকশন দিলেও পাওয়া যাবে না কার্যকর কোনো ফল। চোটের মূল কারণ বের করতে তরুণ এই অলরাউন্ডারের বোলিং অ্যাকশনের বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্টের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এরপরই নেয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। গতকাল সাংবাদিকদের কাছে এ কথা জানান দেবাশীষ চৌধুরী। পিঠের ব্যথা সাইফের দীর্ঘদিনের সঙ্গী। বেশ কয়েক বছর ধরে পিঠের ব্যথা ভোগাচ্ছে এই পেস বোলিং অলরাউন্ডারকে। বিশ^কাপে খেলেছেন ইনজেকশন নিয়ে। এর আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও ইনজেকশন নিয়েই খেলেছিলেন তিনি। পরবর্তী সময় শ্রীলঙ্কা সফরের উদ্দেশে দেশ ছাড়ার আগের দিন অনুশীলনের সময় ব্যথা বেড়ে যাওয়ায় দ্বিপক্ষীয় এই সিরিজ থেকে ছিটকে পড়েন সাইফ। তখন প্রাথমিকভাবে সাইফকে দিন/সপ্তাহ বিশ্রাম দিয়েছিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সাইফের চোট নিয়ে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তরুণ এই পেসারের বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্টের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান দেবাশীষ। বিসিবির প্রধান চিকিৎসকের ভাষায়, ওর সমস্যার কারণটা আমাদের নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করা আমাদের দেশে সম্ভব নয়। এটা করতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারতে যেতে হবে। আমরা এসব দেশের যেসব স্থানে এটা করা হয় সে জায়গাগুলোতে যোগাযোগের চেষ্টা করছি। শেষ পর্যন্ত তাকে কোন দেশে নিয়ে যাওয়া হবে সেটা নিশ্চিত করতে আরো এক সপ্তাহের মতো সময় লাগবে। এ সময় বোলিং অ্যাকশনের বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট কেন প্রয়োজন সেটার ব্যাখ্যা দিতে গিয়ে দেবাশীষ চৌধুরী বলেন, সাইফকে ৯ বছর ধরে এই পিঠের ব্যথা ভোগাচ্ছে। মাঝখানে দুবার ইনজেকশন নিয়ে কিছুদিন ব্যথা মুক্তভাবে খেলতে পেরেছে। ব্যথা এখন আবার বেড়েছে। তাই আমরা এবার ব্যথার মূল কারণ জানার চেষ্টা করছি। আর এটা করতে বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট প্রয়োজন। তিনি আরো যোগ করেন, অ্যাসেসমেন্টে করা হলে যদি নিশ্চিত হয় যে সমস্যাটা হচ্ছে ওর বোলিং অ্যাকশনের কারণে, তবে তাকে বোলিং অ্যাকশন পরিবর্তন করতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসকদের দেয়া নিদের্শনা অনুসরণ করতে হবে তাকে। এই বয়সে এসে বোলিং অ্যাকশনে পরিবর্তন আনাটা একজন বোলারের জন্য খুবই কঠিন কাজ। এমনকি এতে সাইফের ক্যারিয়ারও ঝুঁকির মুখে পড়তে পারে। এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসকের মন্তব্য, আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যেটা তার ক্যারিয়ারের জন্য ক্ষতিকর হবে। সাইফের ক্যারিয়ারে ইতিবাচক ফল বয়ে নিয়ে আসবে এমন সিদ্ধান্তই নেব আমরা। এদিকে মোহাম্মদ সাইফউদ্দিন এখন তাকিয়ে আছেন বোলিং অ্যাকশনের অ্যাসেসমেন্টের দিকে। এরপরই শুরু করবেন মাঠে ফেরার লড়াই। সাংবাদিকদের তিনি জানান, আমি নিজেকে সব সময় ইতিবাচক রাখার চেষ্টা করি। চোটের জন্য বাইরে থাকলে নিজের দিকে আমার মনোযোগ বেশি থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App