×

খেলা

আত্মঘাতী গোলে বার্সার জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০১৯, ০২:৪০ পিএম

আত্মঘাতী গোলে বার্সার জয়

ট্রফি হাতে বার্সা অধিনায়ক সার্জিও বাসকেটস -ইন্টারনেট

লুইস সুয়ারেজের শেষ মুহূর্তের গোলে জোয়ান গেমবেল ট্রফির শিরোপা জিতেছে স্পেনিশ জায়ান্ট বার্সেলোনা। বার্সার হয়ে প্রাক মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল পেয়ে গেলেন তিনি। রবিবার নিজেদের ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ইংলিশ ক্লাব আর্সেনালকে ২-১ গোলের ব্যবধানে হারায় বার্সেলোনা। বার্সা তাদের দ্বিতীয় গোলটি পায় আর্সেনালের এইনসলে মেইটল্যান্ডের আত্মঘাতী গোল থেকে। অন্যদিকে আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেছেন পিইরি এমরিক। এ দিন দীর্ঘদিন ছুটি কাটিয়ে দলের সঙ্গে মাঠে এসেছিলেন লিওনেল মেসি। দলের সঙ্গে অনুশীলনে নেমেই পায়ে চোট পান। ফলে আর্সেনালের বিপক্ষে ম্যাচে খেলেননি তিনি। মেসির পাশাপাশি ফিলিপে কোতিনহো ও আরতুরো ভিদালও ফাইনাল ম্যাচটি খেলতে নামেননি। বার্সা কোচ ভালভের্দে ২২ জন খেলোয়াড়কে অদল-বদল করে খেলালেও কোতিনহোকে ম্যাচটিতে খেলাননি। বার্সেলোনা স্পেনিশ লা লিগার নতুন মৌসুম শুরু করার আগে আরো দুটি প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচগুলোতেও মেসি খেলতে পারবেন না বলে জানা গেছে। এদিকে এ দিন ম্যাচের বল দখলে রাখা, পাসিং সব কিছুতেই এগিয়েছিল ভালভের্দের শিষ্যরা। নির্ধারিত সময়ের ৫৫ ভাগ সময় বল নিজেদের দখলে রাখতে পেরেছিলেন গ্রিজম্যান পেরেজরা। কিন্তু প্রথম গোলের দেখা পায় আর্সেনালই। ম্যাচের ৩৬ মিনিটের মাথায় পিইরি এমরিকের গোলে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। ম্যাচের ৬৯ মিনিট পর্যন্ত লিড ধরে রাখতেও সমর্থ হন তারা। কিন্তু এইনসলে মেইটল্যান্ডের আত্মঘাতী গোলে বার্সেলোনা ম্যাচে সমতা পেয়ে যায়। এরপর যখন ড্রয়ের দিকেই ম্যাচ গড়াচ্ছিল ঠিক তখনই ৯০ মিনিটের মাথায় সুয়াজের গোল করে বার্সেলোনাকে হারা ম্যাচ জিতিয়ে দেন। এই জয়ের মধ্য দিয়ে প্রাক মৌসুমেও প্রথম শিরোপার দেখা পেল ক্লাবটি। লা লিগায় মৌসুম শুরু করার আগে ভালভের্দের শিষ্যরা যুক্তরাষ্ট্রে আরো দুটি প্রীতি ম্যাচে অংশ নিবে। দুটো ম্যাচই খেলবে ইতালিয়ান ক্লাব নাপোলির বিপক্ষে। প্রথম ম্যাচটি হবে আগামী ৮ তারিখ ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচটি হবে ১১ তারিখ মিশিগান শহরের মিশিগান স্টেডিয়ামে। অন্যদিকে এটি ছিল আর্সেনালের প্রাক মৌসুমের শেষ ম্যাচ। ক্লাবটি আগামী ১১ তারিখ নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের নতুন মৌসুম শুরু করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App