×

তথ্যপ্রযুক্তি

বাজারে ওয়ালটনের নতুন ফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ০৩:০৯ পিএম

বাজারে ওয়ালটনের নতুন ফোন
দেশের বাজারে প্রিমো এনএইচ৪ নামের একটি ফোন ছেড়েছে ওয়ালটন। ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ৫ দশমিক ৭ ইঞ্চি পর্দার ফোনটিতে আছে ১৮:৯ রেশিওর ফুলভিউ ডিসপ্লে। এর সঙ্গে আছে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর। গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি৪০০। ফোনটির র‌্যাম ১ জিবি। স্টোরেজ ৮ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনের দুই দিকেই রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাকআপের জন্য আছে ২৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড ওরিও ৮.১ (গো এডিশন)। ডুয়াল সিম সাপোর্টেড ফোনটির কানেক্টিভিটির জন্য আছে ওয়াই-ফাই, ব্লু টুথ ভার্সন ৪.২, মাইক্রো ইউএসবি২, ল্যান হটস্পট, ওটিএ সুবিধা। সেন্সর হিসেবে আছে জিপিএস, এজিপিএস, এক্সিলারোমিটার, লাইট (ব্রাইটনেস), প্রোক্সিমিটি ইত্যাদি। মাল্টিমিডিয়া ফিচার হিসেবে আছে রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও। ফোনটি ছাড়া হয়েছে ডার্ক ব্ল্যাক, রেড এবং ব্ল্যাক রঙে। দাম ৪ হাজার ৯৯৯ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App