×

তথ্যপ্রযুক্তি

ফেস স্ক্যানিংয়ে ৫ ডলার দিচ্ছে গুগল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ০৩:২৭ পিএম

ফেস স্ক্যানিংয়ে ৫ ডলার দিচ্ছে গুগল
ফেস ডেটা সংগ্রহ করতে ৫ ডলারের গিফটকার্ড দিচ্ছে গুগল। পিক্সেল ৪ এ তারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের বদলে ফেস আনলক প্রযুক্তি ব্যবহার করবে। তাই ফোনের জন্য যথাযথ ফেস আনলক ফিচার তৈরি করতে রাস্তায় অপরিচিত লোকদের ফেস স্ক্যান করতে অনুরোধ জানাচ্ছে গুগলের কর্মীরা। ফেশিয়াল স্ক্যানের জন্য প্রত্যেককে অ্যামাজন ও স্টারবাকসের ৫ ডলারের গিফট কার্ডও প্রদান করা হচ্ছে। ফেস স্ক্যানিং ডেটা সংগ্রহ করতে মাঠ পর্যায়ে জরিপ চালানোর বিষয়টি নিশ্চিত করেছে গুগল। সংগৃহীত ডেটা দিয়ে অ্যালগরিদমকে আরো উন্নত করবে তারা। ঠিকভাবে চেহারা চেনার জন্য ফিচারটি অনেক ধরনের সেন্সর ব্যবহার করবে। এর ফলে ভিন্ন ভিন্ন লাইটিং ও বৈচিত্র্যময় চেহারার ক্ষেত্রেও কাজ করবে ফেস আনলক ফিচারটি। গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, ফেস আনলক ফিচারের জন্য প্রতিটি মানুষের চেহারা থেকে ডেটা (রঙ, গভীরতা, রশ্মী) নেয়া হবে। এই ডেটাগুলো ১৮ মাস সংরক্ষণে রাখা হবে। এ ছাড়াও, পিক্সেল ৪ এ মোশন সেন্স নামের একটি ফিচার থাকবে বলে জানিয়েছে গুগল। মোশন সেন্স ফিচারটি কাজ করবে সলি চিপের মাধ্যমে। চিপ হাতের নড়াচড়া শনাক্ত করতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App