×

জাতীয়

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: মেনন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ০৭:৩৬ পিএম

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: মেনন

ঢামেক হাসপাতালে রাশেদ খান মেনন / ছবি: সংগৃহীত

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য রাশেদ খান মেনন। সোমবার (০৫ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ও তাদের স্বজনদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এরআগে ডেঙ্গু আক্রান্তদের দেখতে ঢামেক হাসপাতাল পরিদর্শনে যান রাশেদ খান মেনন। এসময় তার সঙ্গে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে রাশেদ খান মেনন তিনি রোগী ও তাদের অভিভাবকদের বলেন, ডেঙ্গুর ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের সবার দায়িত্বশীলভাবেই এখন ডেঙ্গু মোকাবিলায় এগিয়ে আসতে হবে। তিনি সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App