×

খেলা

ডু প্লেসিস-ভন নিকার্ক বর্ষসেরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ০৪:১৪ পিএম

ডু প্লেসিস-ভন নিকার্ক বর্ষসেরা
একজন খেলোয়াড় মাঠে নিরলস পরিশ্রম করে ভালো ফল পাবার আশায়। অনেক সময় চেষ্টা করে কেউ সফল হয় আবার কেউ ব্যর্থ। তবে গত এক বছরে দারুণ পারফরমেন্সের সুবাদে প্রথমবার দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন দেশটির অধিনায়ক ফাফ ডু প্লেসিস। গত শনিবার ক্রিকেটের তিন ফরমেটে সেরা খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএসএ)। ওই দিন এক জমকালো আয়োজনে পুরস্কৃত করা হয় প্রোটিয়া ক্রিকেটারদের। দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস পেয়েছেন দুটি পুরস্কার। তিনি ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটার ও খেলোয়াড়দের সেরা পুরস্কার পেয়েছেন। আর নারী ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার উঠেছে নারী দলের অধিনায়ক ড্যান ভন নিকার্কের হাতে। ড্যান ভন নিকার্ক চার বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার এমন সম্মান পেলেন। ডু প্লেসিস ও নিকার্ককে বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননা দেয়ার বিষয় সিএসএ প্রধান নির্বাহী থাবাং মোরে বলেছেন, তারা দুজনেই বছরব্যাপী দুর্দান্ত সময় কাটিয়েছেন। নেতৃত্বগুণ থেকে শুরু করে ব্যক্তি পর্যায়েও দারুণ ভ‚মিকা ছিল তাদের। একই সঙ্গে ডেল স্টেইনকে বিশেষ সম্মান দিতে পারা আমাদের জন্য বিশেষ কিছুই। এ ছাড়া বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। টি-টোয়েন্টি ফরম্যাটে পুরুষ ক্যাটাগরিতে এ পুরস্কার জিতেছেন বাঁ-হাতি ব্যাটসম্যান ডেভিড মিলার। নারী ক্যাটাগরিতে এটি হাতে নিয়েছেন শাবনিম ইসমাইল। বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার ঘোষণা করা হয়েছে রসি ফন ডার ডুসেনকে। এ বছর জানুয়ারিতে ওয়ানডে অভিষেক হয় তার। তরুণ এই প্রোটিয়া ব্যাটসম্যান ১৮ ম্যাচ খেলে ১৪ ইনিংসে সংগ্রহ করেছেন ৬৬৪ রান। হাফসেঞ্চুরি আছে ৭টি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের ভক্ত ও সমর্থকদের জনপ্রিয় খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কাগিসো রাবাদা। বছরের সেরা ডেলিভারির পুরস্কার পেয়েছেন ভারনন ফিল্যান্ডার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App