×

জাতীয়

ট্রাফিক নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ০৫:০০ পিএম

সারাদেশে ট্রাফিক নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ‘ডেঙ্গু আক্রান্তদের সাহায্যার্থে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ‘কোয়ান্টম ফাউন্ডেশনের সহযোগিতায়’ এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। উত্তরা থেকে নয়াপল্টনে আসতে তার প্রায় ৩ ঘন্টা সময় লেগেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটা এই সরকারের আরেকটা বড় ব্যর্থতা। ঢাকা মহানগর শুধু নয়, সারাদেশে ট্রাফিক নিয়ন্ত্রণের যে ব্যর্থতা, এটা আরো বড় রকমের ব্যর্থতা। ফখরুল বলেন, কয়েকদিন আগে জেনেভায় মানবাধিকারের ওপরে নির্যাতনবিরোধী একটা গুরুত্বপূর্ণ কনভেনশন হয়েছে। বর্তমান সরকার ১০/১২ বছর ধরে ক্ষমতায়, কিন্তু কোনো জবাবদিহিতা করেনি। জাতিসংঘের ওই কমিটি নিজেরা উদ্যোগ নিয়ে বাংলাদেশকে ডাকে এবং বাংলাদেশে যে নির্যাতন হয় সে সম্পর্কে সরকারের বক্তব্য কী জানতে চায়। সেখানে আমাদের আইনমন্ত্রী অবলীলায় মিথ্যা কথা বলেছেন। আইনমন্ত্রী বলেছেন, বাংলাদেশে কোনো গুম-খুনের ঘটনা তার জানা নেই। সাংবাদিকদের উদ্দেশ্য ফখরুল বলেন, গত দুই-তিন আগের ঘটনা। পত্রিকায় আমরা দেখেছি, আপনাদের সিনিয়র সাংবাদিক মুশফিকুর রহমান গুম হয়েছেন। তিনি নিখোঁজ রয়েছেন। আমাদের ইলিয়াস আলী এবং চৌধুরী আলম গুম হয়েছেন। এখন পর্যন্ত তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের প্রায় ৫ শত নেতাকর্মী গুম হয়ে গেছে। কয়েক দিন আগে আমাদের ঢাকা কলেজের ছাত্র নেতা গুম হয়ে গেয়েছিল। পরে তাকে গোয়েন্দা অফিসে পাওয়া গেছে। আয়োজক সংগঠনের সভাপতি শফিউল বারী বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী-খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল প্রমুখ বক্তব্যে রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App