×

খেলা

টাইগারদের নজর টি-টোয়েন্টিতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ০২:৫৪ পিএম

টাইগারদের নজর টি-টোয়েন্টিতে
কয়েক সপ্তাহ আগে শেষ হওয়া ওয়ানডে বিশ্ব কাপের দ্বাদশ আসরে প্রত্যাশিত সফলতা পায়নি বাংলাদেশ দল। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে থেকেই বিশ্বকাপ মিশন শেষ করতে হয় মাশরাফি বিন মুর্তজার দলকে। সে হিসেবে দ্বাদশ বিশ্বকাপে ব্যর্থই বলা যায় টাইগারদের। সেটা এখন অতীত। আগামী বছরের অক্টোবরে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে বাংলাদেশের অবস্থা বরাবরই নাজুক। এ ছাড়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত পর্বের টিকেট পেতে টাইগারদের পাড়ি দিতে হবে বাছাই পর্বের বাধা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাবনাজুড়ে এখন প্রাধান্য পাচ্ছে অস্ট্রেলিয়াতে হতে যাওয়া আসন্ন এই টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলতি মাস থেকে ফুটবলের মতো ক্রিকেটও টুর্নামেন্টকেন্দ্রিক খেলা হিসেবে আত্মপ্রকাশ করল। এখন থেকে ক্রিকেটের তিন ফরম্যাটেই বৈশ্বিক এবং মহাদেশীয় টুর্নামেন্ট হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি আয়োজন করা হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি মহাদেশীয় লিগ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ইতোমধ্যেই এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছে। এতে দ্বিপক্ষীয় সিরিজগুলোতে থাকবে বৈশি^ক টুর্নামেন্টের আঁচ। অর্থাৎ দিপক্ষীয় সিরিজগুলোও বৈশ্বিক টুর্নামেন্টের অন্তর্ভুক্ত হবে। ইতোমধ্যেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। প্রথমবারের মতো শুরু হওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথম সিরিজ খেলবে আগামী নভেম্বরে। যেখানে টাইগারদের প্রতিপক্ষ ভারত। তবে এর আগে আগামী সেপ্টেম্বরে নিজেদের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই সফরে টাইগারদের বিপক্ষে ১টি টেস্টের পাশাপাশি ২টি টি-টোয়েন্টি ম্যাচও খেলতে পারে আফগানরা। অবশ্য আফগানদের বিপক্ষে এই টেস্টের পয়েন্ট চ্যাম্পিয়নশিপে যোগ হবে না। কারণ জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান টেস্ট খেলুড়ে দেশ হলেও চ্যাম্পিয়নশিপে নেই। কেননা, র‌্যাংঙ্কিয়ের প্রথম ৯টি দলই টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। আর বৈশি^ক টুর্নামেন্টের কারণেই ওয়ানডের পাশাপাশি আগামী দুই বছর টেস্ট ও টি-টোয়েন্টিতে অধিকতর জোর দিতে হচ্ছে বাংলাদেশকে। মূলত বিষয়টি চিন্তা করেই ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ^কাপের আগ পর্যন্ত ফিউচার ট্যুর প্ল্যানে (এফটিপি) মাত্র একটি ওয়ানডে সিরিজ রেখেছে বিসিবি। তাও আয়ারল্যান্ডের বিপক্ষে। ৩ ম্যাচের এই ওয়ানডে সিরিজটি হবে আইরিশদের মাটিতে আগামী বছরের মাঝামাঝি সময়ে। এই সফরে অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে ১টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। এদিকে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঘরের মাঠে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের কথা ভেবেছিল বিসিবি। কিন্তু জিম্বাবুয়েকে আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করায় এই সিরিজটি না হওয়ার সম্ভাবনাই বেশি। অবশ্য বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি এখনো আশাবাদী। তার ভাষায়, জিম্বাবুয়ে চাইলে সিরিজটি দ্বিপক্ষীয়ও হতে পারে। তারা দল পাঠানোর ব্যাপারে আমাদের অনেক আগেই আশ^স্ত করেছে। সফর বাতিলের কোনো ইঙ্গিত আমরা এখন অবধি তাদের কাছ থেকে পাইনি। এদিকে জিম্বাবুয়ে সাড়া দিলে এই সিরিজটি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে করে ভারত সফরের আগে টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টিতেও ভালো একটা প্রস্তুতি নিতে পারবে টাইগাররা। এদিকে আগামী নভেম্বরে বিরাট কোহলিদের বিপক্ষে ২টি টেস্টের পাশাপাশি ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। যেখানে টেস্ট সিরিজটি চ্যাম্পিয়নশিপের অংশ। কিন্তু টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ২০২০ সালের বিশ^কাপের প্রস্তুতির অংশ স্বরূপ। এরপর এফটিপি অনুযায়ী, আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সফরেও ২টি টেস্টের পাশাপাশি রয়েছে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। এ ছাড়া ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। সেখানেও টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথা ভাবছে বিসিবি। তা ছাড়া ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ১টি টেস্ট ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সাকিব-তামিমরা। মে-জুনে আয়ারল্যান্ড সফর করবে বাংলাদেশ দল। এরপর জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগার বাহিনী। আগস্টে ২ টেস্টের সিরিজ খেলতে ঢাকায় আসবে নিউজিল্যান্ড। এরপর সেপ্টেম্বর মাসে হবে এশিয়া কাপ। বিশ^কাপের কথা মাথায় রেখে আসন্ন এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ওয়ানডে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সবচেয়ে পছন্দের ফরম্যাট। টাইগারদের অধিকাংশ সাফল্যই এসেছে ৫০ ওভারের ক্রিকেটে। তবে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত ওয়ানডে খেলতে খুব একটা দেখা যাবে না সাকিবদের। চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সময়ে বেশ কিছু টেস্ট খেলবে টাইগাররা। আর সে সঙ্গে খেলবে অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচ। আর এর উদ্দেশ্য একটাই- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পাওয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App