×

আন্তর্জাতিক

কাশ্মীর যাচ্ছে আরও ৮ হাজার সেনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ০৪:২৭ পিএম

কাশ্মীর যাচ্ছে আরও ৮ হাজার সেনা
ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অনুযায়ী জম্মু-কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা বাতিল ঘোষণার পরপরই সেখানে আরও আট হাজার বাড়তি সেনা পাঠাচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রের পক্ষ থেকে নতুন করে এ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ইতোমধ্যে কাশ্মীরের পথে রওয়ানা হয়েছে সেনাদল। খবরে বলা হয়, ভারতীয় বিমান বাহিনীর সি-১৭ প্লেনে করে এসব সেনাকে জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে নেওয়া হচ্ছে। সেখানে আগে থেকেই অবস্থান করা ৩৫ হাজার সেনার সঙ্গে তারা যোগ দেবেন। নয়াদিল্লীভিত্তিক সংবাদ সংস্থা এএনআই জানায়, উদ্ভূত পরিস্থিতিতে দেশটির সেনাবাহিনী ও বিমান বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ভারতীয় সংবিধানে কাশ্মীরের বিশেষ মর্যাদা ওই অঞ্চলের মানুষের গভীর আবেগের সঙ্গে যুক্ত। ফলে এ মর্যাদা বাতিলের সিদ্ধান্তে ওই অঞ্চলের নিরাপত্তা জোরদার করার উদ্দেশ্যে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে। গত সপ্তাহে হঠাৎ করেই জম্মু-কাশ্মীরের নিরাপত্তা হুমকির মুখে, এমন কথা বলে সেখানকার অমরনাথ মন্দিরে আসা হাজারো তীর্থযাত্রীসহ সাধারণ পর্যটকদের এ অঞ্চল ছেড়ে যেতে বলা হয়। ইতোমধ্যে পর্যটকরা কাশ্মীর ছাড়তে শুরু করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App