×

জাতীয়

আগস্ট-সেপ্টেম্বর ঘিরে শঙ্কাই সত্যি হচ্ছে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ১১:৫৫ এএম

আগস্ট-সেপ্টেম্বর ঘিরে শঙ্কাই সত্যি হচ্ছে!
আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়বে এই আশঙ্কার কথা আগেই জানিয়েছিল রোগতত্ত্ববিদ, গবেষক ও বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেই আশঙ্কাই সত্যি হচ্ছে। আগস্টের চার দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৯৬৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। সরকারি হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক হাজার ৮৭০ জন। এর আগে ১ হাজার ৭১২ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন পহেলা আগস্ট। ২ আগস্ট হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৬৮৭ জন ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এন্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হন ২৪ হাজার ৮০৪ জন। মারা গেছেন ১৮ জন। গতকাল রবিবার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৪ হাজার ৯৬৯ জন। ভর্তি আছেন ৭ হাজার ৩৯৮ জন। ঢাকার বাইরে আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৭২৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা শহর ছাড়া) ১ হাজার ৫৪২ জন, চট্টগ্রামে ১ হাজার ১৪৮ জন, খুলনায় ৭৯৬ জন, রাজশাহীতে ৬৬১ জন, ময়মনসিংহে ৫২৩ জন, বরিশালে ৪৬৪ জন, রংপুরে ৩৪৮ জন ও সিলেটে ২৪১ জন। ৫ জনের মৃত্যু : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) শাহাবুদ্দীন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার (৫৪)। সকাল সাড়ে ১১টায় মৃত্যু হয় তার। এ ছাড়া মাগুরা সদর উপজেলার পুটিয়া গ্রামের জয়া সাহা রবিবার ভোর ৫টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইডেন কলেজের শিক্ষার্থী শান্তা, সকাল সাড়ে ৬টায় খুলনার একটি বেসরকারি ক্লিনিকে স্কুলছাত্র মো. মঞ্জুর শেখ (১৫) ও শনিবার রাত ১২টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মর্জিনা বেগমের (৬৫) মৃত্যু হয়। অভিযান ও জরিমানা অব্যাহত : ডেঙ্গুর প্রকোপ বাড়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ইতোমধ্যেই দাম বাড়িয়ে দিয়েছেন মশা প্রতিরোধী মলম ওডোমসসহ এজাতীয় বিভিন্ন পণ্যের। এই অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা গতকাল রাজধানীর কলাবাগানের দেশ ফার্মেসি, সুইস ফার্মেসি ও মাই ফার্মেসি এবং গুলশান ২-এর ডিপার্টমেন্টাল চেইন শপ ইউনিমার্টের গুলশান শাখার ফার্মেসি ও ওয়েল বিইং ফার্মেসির কার্যক্রম সাময়িক বন্ধ করে দিয়েছে। ইউনিমার্ট ও ওয়েল বিইংকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানাও করা হয়। অভিযান সম্পর্কে অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার জানান, ক্রেতা সেজে তাদের প্রতিনিধি দলের লোক ফার্মেসিগুলোতে ওষুধ কিনতে যান। সেখানে বেশি দামে ওডোমস বিক্রি হতে দেখা গেছে। ১২৫ টাকায় কেনা ওডোমস ৩০০ টাকা, ৩৫০ টাকা এমনকী ৫০০ টাকায়ও বিক্রি হতে দেখা যায়। ফার্মেসিগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। ওই পাঁচ ফার্মেসির মালিকদের সোমবার অধিদপ্তরের অফিসে ডাকা হয়েছে। কলাবাগানের তিন ফার্মেসিকেও জরিমানা করা হবে বলে জানান তিনি। এদিকে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেয়ায় নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার এই জরিমানা করেন। কিট সংকট : গতকাল এক অনুষ্ঠানে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জাহাঙ্গীর বলেন, দেশে ডেঙ্গু পরীক্ষার কিটের ব্যাপক সংকট দেখা দিয়েছে। আগে যে কিট আমরা ১২০ টাকা দিয়ে কিনতাম তা বেড়ে ১৫০ টাকা হয়। জুনে তা আরো বেড়ে হয় ১৮০ টাকা। আর এখন ৪৫০ টাকা দিয়েও তা পাওয়া যাচ্ছে না। বিকল্প হাসপাতাল প্রস্তুত স্বাস্থ্যমন্ত্রী : গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার জন্য বিকল্প হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে বেড বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া ঢাকার রোগীদের চিকিৎসা দিতে বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা শেখ হাসিনা বার্ন ইউনিটি, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রস্তুত করছি। দরিদ্র ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় : ডেঙ্গু আক্রান্ত দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেয়ার ঘোষণা করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। গতকাল রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ একথা জানান। মন্ত্রী বলেন, দরিদ্র, দুস্থ, অসহায় ডেঙ্গু আক্রান্ত যারা আছেন, যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না, তাদের জন্য বিশেষ একটি বরাদ্দ দেয়া হবে। যেমন টেস্ট দরকার, তার টেস্টের অর্থ; স্যালাইনের দরকার হলে স্যালাইন দেয়া হবে। নগদ কোনো অর্থ নয়। জেলা পর্যায়ে সমাজসেবা অফিসার, উপজেলায় উপ-পরিচালকরা এই বিষয়টি মনিটরিং করবেন বলে জানান তিনি। ব্লাড ব্যাংক করবে এফবিসিসিআই, রেড ক্রিসেন্টের হট লাইন চালু : ডেঙ্গু আক্রান্তদের জন্য ব্লাড ব্যাংক করার ঘোষণা দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গতকাল সংগঠনের কনফারেন্স হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি শেখ ফজলে ফাহিম। তিনি বলেন, রেড ক্রিসেন্ট ও সন্ধানীর সঙ্গে আমাদের কথা হচ্ছে। দ্রুতই একটি ব্লাড ব্যাংক করতে যাচ্ছি আমরা। এদিকে ডেঙ্গু আক্রান্তদের রক্তের প্ল্যাটিলেট সরবরাহের উদ্দেশ্যে গতকাল ২৪ ঘণ্টার হট লাইন (০১৮১১-৪৫৮ ৫৩৭, ০২-৯১৩৯৯৪০) সেবা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি । প্ল্যাটিলেট ৫০ হাজারে নামলেও নিরাপদ : ডেঙ্গুতে আক্রন্তদের রক্তের প্ল্যাটিলেট কমে গেলেই অনেকে ভয় পান। আগের দিন ৯০ হাজার ছিল পরের দিন প্ল্যাটিলেট ৭৫ হাজারে এলে এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এটি ৫০ হাজারে নামলেও নিরাপদ বলে জানিয়েছেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মহাসচিব অধ্যাপক ডা. আহমেদুল কবির। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ডেঙ্গু নিয়ে সবাই আতঙ্কে আছেন। সবাই মিলে কাজ করতে হবে। এটা এখন আমাদের চ্যালেঞ্জ। আমাদের হাসপাতালে পর্যাপ্ত উপকরণ আছে। আশা করি ডেঙ্গু মোকাবেলায় আমরা জয়ী হবো। এদিকে ‘ডেঙ্গু প্রতিরোধ সেলের’ সার্বিক কার্যক্রম পর্যালোচনার জন্য নিয়োগকৃত কর্মকর্তাদের উদ্দেশ্যে এক নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২ আগস্ট জারিকৃত এই নির্দেশনায় কর্মকর্তাদের উদ্দেশ্যে ৯টি নির্দেশনা দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App