×

খেলা

অবৈধ সাকিব-মুশফিকের চুক্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ০৩:১০ পিএম

অবৈধ সাকিব-মুশফিকের চুক্তি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের পর্দা উঠবে চলতি বছরের ডিসেম্বর মাসে। সে হিসেবে বাকি আছে আরো প্রায় ৪ মাস। তবে বসে নেই ফ্রাঞ্চাইজি মালিকরা। পরবর্তী আসরকে সামনে রেখে ইতোমধ্যেই দল গোছানো শুরু করেছেন তারা। এর মধ্যেই দুই আইকন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম তাদের ঠিকানা বেছে নিয়েছেন। দুজনই বদলেছেন দল। ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি করেছেন বিশ^সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে চিটাগং ভাইকিংস ছেড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে চুক্তিতে জড়িয়েছেন টাইগার উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে সাকিবের চুক্তি নিয়ে আপত্তি জানিয়েছে ঢাকা ডায়নামাইটস। এরপর এ বিষয়ে গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে জরুরি সভায় বসেন বিপিএল আয়োজক কমিটি। আলোচনা শেষে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মাহবুব আনাম জানিয়েছেন, আইকন হিসেবে সাকিব ও মুশফিকের চুক্তির কোনো বৈধতা নেই। গত তিন মৌসুমে ঢাকা ডায়নামাইটসের জার্সিতে খেলা সাকিবের সঙ্গে কয়েকদিন আগে চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে রংপুর রাইডার্স। তবে বিশ^সেরা অলরাউন্ডারের এমন দলবদল মেনে নিতে নারাজ ঢাকা ডায়নামাইটস কর্তৃপক্ষ। দলটির প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম বেশ ক্ষুব্ধতার সঙ্গেই সংবাদ মাধ্যমে বলেন, সাকিবের দলবদলের বিষয়টি বিসিবিই ভালো বলতে পারবে। তারা তো রিটেইন করা ফর্ম দেয়নি। সেটা দিলে না হয় আমরা তালিকা দিতে পারতাম। এমন পরিস্থিতিতে সমস্যা সমাধানের জন্য জরুরি সভায় বসে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিপিএল আয়োজক কমিটি। সভা শেষে সাংবাদিকদের কাছে মাহবুব আনাম বলেন, ৬ মৌসুমের চুক্তির মেয়াদ শেষ। এরপর ফ্রাঞ্চাইজিদের সঙ্গে আমাদের নতুন করে কোনো চুক্তি হয়নি। তাহলে কীভাবে দলগুলো খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করে? কোন ফ্রাঞ্চাইজি কার সঙ্গে চুক্তি করল সেটা আমরা গুরুত্ব দিচ্ছি না। বিপিএলের প্রথম আসর বসে ২০১২ সালে। ওইবার অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে ৬ মৌসুমের চুক্তি করেছিল বিসিবি। সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত মৌসুমে। এবার ৪ বছরের জন্য নতুন চুক্তি হবে। তারপরই বোঝা যাবে সপ্তম আসরে কোন কোন দল অংশ নিতে পারবে। এ বিষয়ে মাহবুব আনামের মন্তব্য, ৬ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এবার প্রতিটি দলকে বিসিবির সঙ্গে নতুন করে চুক্তি করতে হবে। এরপরই দলগুলো খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করতে পারবে। কেউ ইচ্ছে করলে দল গুছিয়ে রাখতে পারে। কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল সেটা বিবেচনায় নেবে না। দলগুলোর সঙ্গে চুক্তির পরই গভর্নিং কাউন্সিল সব কিছু গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। এ সময় ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবির কবে চুক্তি হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এরই মধ্যে দলগুলোকে চিঠি দিয়েছি। চট্টগ্রাম তাদের মালিকানা ছেড়ে দিয়েছে। এর বাইরে আরেকটি দল আসতে পারে। সর্বোচ্চ ৮টি দলকে নিয়ে ৪ বছরের চুক্তি হতে পারে এবার। আবার দলের সংখ্যা কমও হতে পারে। আশা করি, এক মাসের মধ্যেই সবকিছু চূড়ান্ত হয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App